আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু তুমি বন্ধু থেকো……।।

...............................................................................................................................................................। সেই ছেলেবেলা থেকেই দলবেধে চলতে পছন্দ করতাম। স্কুল পালাতে হবে চাই একজনের সংগ,আম কিংবা পেয়ারা চুরি করতে হবে চাই একজন সংগী,খেলতে হবে চাই অনেকগুলো সংগী,ছেলেবেলা থেকেই আমরা সংগীর সন্ধানে থাকি,সংগীর সান্নিধ্যে থাকি। একদল নাছোড়বান্দা বাউন্ডুলে ছাড়া চলেনা। কিন্তু আমরা তখনো বন্ধু সম্পর্কে বিস্তর জানিনা।

শুধু জানি আমার এখানে যেতে হবে,ওটা করতে হবে আমার চাই সংগ। আর সংগী পেলেই আমি রাজা। কালের আবর্তনে জ্ঞানের পরিধি আমাদের নানা কিছু শিখতে বাধ্য করে। আমরা বুঝতে শিখি অনুভব করতে শিখি। কারো বিরুপ আচরন মনে আঘাতের সঞ্চার করে,আবার ভালো কোন আচরন মনে তৃপ্ততা এনে দেয় আনন্দ এনে দেয়।

ছেলেবেলার বেড়ে উঠা সংগী গুলো ভাগ হতে থাকে। নিজেকে আকড়ে থাকতে হয় তাকে ধরে যে তাকে আকড়ে ধরে থাকে। মান অভিমান আর ভাঙ্গাগড়ার মাঝে চলতে থাকে সে বন্ধুত্ব। জীবন চলার মাঝে প্রতিটি স্থিরতায় আমরা সংগী তৈরী করে ফেলি। খানিকটা সময়ের জন্য কোথাও আশ্রয় নিলে গড়ে উঠে বন্ধুত্ব।

স্কুল। কলেজ। বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনের যতটা ধাপই আমরা অতিক্রম করি না কেন আমাদের পরিচয় ঘটে নতুন নতুন সব মানুষের সাথে,গড়ে উঠে বন্ধুত্ব। এত সব বন্ধুর ভিড়ে অনেক বন্ধু হারিয়ে যায়,অনেক বন্ধু রয়ে যায় আবার অনেক বন্ধু কখনো ফিরে আসে বজ্রাঘাতের মত,নতুন পরিচয়ে দৃঢ় হয় বন্ধুতা। আবার কখনোবা নানা নাটকিয়তায় খুজে পাই নতুন বন্ধু,মেতে উঠি আড্ডায়।

সেই বন্ধু ছেলেই হোক আর মেয়েই হোক। আবার কখনোবা এক বন্ধুকে নিয়ে অন্য বন্ধুর সাথে বৈরীতা,ঝগড়া,মারামারি কাটাকাটি ইত্যাদি। এত ঘনিষ্ঠতা সত্ত্বেও বন্ধুর গায়ে হাত উঠাতে দ্বিধা করেনা। তবুও বন্ধুত্ব বন্ধুত্বই। কেননা এসব ভুলে আবার তারা কাছে টেনে নিবে বন্ধুকে।

পৃথিবীতে বন্ধুত্বের উপরে আর কোন সম্পর্ক আছে কিনা আমার জানা নেই। এবং বন্ধু ছাড়া পৃথিবী অন্ধকার। জীবন চলার পথে ভালো বন্ধুর প্রয়োজনীয়তা অপরিসীম। একজন ভালো বন্ধু পারে অপর বন্ধুর জীবনকে সুন্দর করতে। আবার একজন খারাপ বন্ধু পারে আরেকজন বন্ধুর জীবনকে ধ্বংস করতে।

বন্ধুত্বের কোন সুস্পষ্ট সংগা আমার জানা নেই। আমার মতে বন্ধু হল-যার উপর বিশ্বাস রাখা যায়,বিপদে যার কাধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস নেয়া যায়,নির্ধিদ্বায় মনের কথা ব্যক্ত করা যায়…। একজন ভালো বন্ধু পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে ভালো বন্ধু হওয়া। আমরা সকলে শৈশব থেকে এখন পর্যন্ত সকল বন্ধুর কাছে ঋনী। প্রত্যেকের সাথে আমরা কোন কোন সুন্দর কিংবা স্মৃতিময় মুহুর্ত কাটিয়েছি।

আজ আমি আমার শৈশব থেকে এখন পর্যন্ত সকল বন্ধুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হয়তবা কাউকে বিরক্ত করে তার সাথে সুন্দর মুহুর্ত কাটিয়েছি। চলার পথে সকল চাক্ষুশ কিংবা দৃষ্টির অগোচরে ঘটমান অপরাধ ও ভুলের জন্য সকলের কাছে কৃতজ্ঞচিত্তে ক্ষমা চাইছি। ‘হয়ত দিয়েছি যত নিয়েছি তার চেয়ে বেশি’ আজ খুব মনে পড়ছে বন্ধুদের সাথে কাটানো অনেক স্মৃতিময় মুহুর্ত,যেগুলো কোন দিন ভোলা যায় না। এমন আড্ডাময় প্রান মুখর ক্ষন আবার কখন মোরা তৈরী করতে পারবো জানিনা।

কেননা অনেক স্মৃতিময় মুহুর্তের জন্ম দেয়া অনেক বন্ধু আজ অনেকটা দুরত্বের আসীন। কিছু ভুল কিছু স্থিরময়তা কিছু আধুনিকতা নতুনের সংস্পর্শ এই দুরত্বের কারন হতে পারে। আবার কারো বা প্রিয় কোন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছে,সমবেদনা নয় তাদের জন্য হাজারো নতুন বন্ধু হাতছানি দিয়ে ডাকছে তোমায়,ফিরে এসো সব ভুলে নতুন করে জন্ম দাও অনেক স্মৃতিময় মুহুর্ত। পৃথিবীটা সবসময় ভরে থাকুক,প্রানময় থাকুক,উজ্জীবিত থাকুক,আনন্দ মুখর থাকুক হাজারো লক্ষ কোটি বন্ধুদের অবাধ বিচরনে,প্রান মুখর আড্ডায়। আজ খুব মনে পড়ছে তোমাদের সবাইকে।

এখনো বেচে আছি তোমাদের আশায় দুঃখ ভুলে নতুন করে স্মৃতিময় মুহুর্ত জন্ম দিয়ে মোরা তৈরী করবো সুখক্ষন। বন্ধু তুমি বন্ধু থেকো। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.