আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় নাস্তিক ভাইদের কাছে জিজ্ঞাসা, ধর্মই কি বাংলাদেশের একমাত্র/প্রধান সমস্যা?

একেকজন নাস্তিক ভাইয়ের লেখার হাত মা'শাল্লাহ। আমি তাদের অনেকেরই বিশেষ ভক্ত। বিশেষ করে বিভিন্ন সামাজিক আন্দোলনে নাস্তিক ভাইয়েরা নেতৃত্ব দিয়ে ব্লগারদের সংগঠিত করেন, এজন্য আমি তাদের প্রতি শ্রদ্ধা অনুভব করি। কিন্তু ব্লগে লেখালেখির সাম্প্রতিক ট্রেন্ড দেখলে দেখা যায়, তাদের মূল উদ্দেশ্য হয়ে দাড়িয়েছে নাস্তিকতা প্রচার করা। মোল্লারা যেমন যায়গায় অযায়গায় ইসলামের মাহাত্ম প্রচার করতে যেয়ে একঘেয়েমী সৃষ্টি করে, নাস্তিকেরাও তেমনি ব্লগে একটি বৈচিত্র্যহীন, একঘেমে পরিস্থিতির সৃষ্টি করেছে।

এই দুই গ্রুপের যন্ত্রনায় ব্লগে পাঠযোগ্য পোস্ট খুঁজে পাওয়া দুস্কর হয়ে পড়েছে। সম্ভবত, নাস্তিকেরা ধর্মকে দেশের/সমাজের প্রধান সমস্যা হিসেবে বিবেচনা করে, এবং এটা থেকে মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। খুব ভাল কথা। ধর্ম যে অনেক ক্ষেত্রে সমাজের উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তা আমিও স্বীকার করি। কিন্তু এটাই কি আমাদের একমাত্র সমস্যা? আমি অন্তত দুইটি সমস্যার কথা বলতে পারি যা প্রতিদিন ধর্মীয় গোড়ামীর চেয়ে বেশী ক্ষতি করেছেঃ ১. ট্রাফিক জ্যাম ২. লোডশেডিং কিন্তু আফসুস! সামু ব্লগে এগুলা নিয়ে তেমন কোন লেখালেখি নাই, সামাজিক আন্দোলন নাই।

বাংলাদেশের মানুষ নামে ধার্মিক হলেও অধিকাংশই আমার মত শুক্রবারের মুসলিম। বাংলাদেশের মুসলিম জনসংখ্যার অন্তত আশি শতাংশই আমার মত শুক্রবারের জুমার নামাজ আদায় করা ছাড়া ধর্মের সাথে আর কোন সম্পর্কই রাখে না। প্রাত্যহিক জীবনের কাজগুলো করে থাকে নিজের বুদ্ধি খাটিয়ে, কোরান-হাদিস ঘেটে নয়। দেশের মেজরিটি লোকই যেখানে কার্যত সেকুলার সেখানে নাস্তিক ভাইদের ধর্ম নিয়ে এত চিন্তিত হওয়ার কোন কারণ দেখছি না। আমাদের ধর্মের কারণে যদি আপনাদের নাস্তিকতা পালনে কোন সমস্যা হয়, তবে আমরা অবশ্যই আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের পাশে থাকবো।

আসুন সহজে সমাধানযোগ্য এবং প্রকৃত ক্ষতিকর সমস্যাগুলোকে আগে চিহ্নিত করে সচেতনতা গড়ে তুলি। ধন্যবাদ। @ছাগুর দলঃ গালাগালি শুরু করলে সরাসরি লাত্থি সহকারে ব্লক করা হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.