এই ঠিকানায় আর নেই, ফিরে আসবো কিনা জানিনা। গত ১২ জানুয়ারী ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই উপলক্ষে ১৩-১৪ জানুয়ারি, ২০১১ আয়জন করা হয়েছিলো মোমবাতি ও ফানুস উৎসব।
আলো আধারের এই উৎসবের কিছু ছবি শেয়ার করলাম।
১। এই ফানুসটি সবার প্রতজমে ওড়ানো হয়েছিলো
২।
প্রায় ১০ হাজার মোমবাতি প্রজ্বলিত হয়েছিলো
৩। এটা আমি কিভাবে তুলেছি মনে নেই, যতদুর মনেহয় চোখ বন্ধ করে শট নিয়েছিলাম। !!
৪। মুক্তমঞ্চের সাম্নের সারি
৫। মোমবাতি হাতে ছাত্রছাত্রীরা মুক্তমঞ্চের গ্যালারি উচ্ছাসে আত্মহারা!
৬।
আমার খুব পছন্দের ছবি, স্লো শাটার শট নিয়েছিলাম।
৭। আধার ভেদ করে দণ্ডায়মান শিখার ক্রন্দন!
৮। এই ফানুস টা আমি ছেড়েছিলাম
৯। ঢাক ঢোল মোমবাতি!
১০।
রাতের সূর্য!
১১। যৌবনের উদ্দীপনায় ফানুস
১২। আগুনের পরশমণি হাতে!
১৩। দুটো জীবন!
সব শেষে গানের দুটো লাইন-
আগুনের পরশমণি ছোঁয়াও প্রানে,
এ জীবন ধন্য করো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ছবি ক্রেডিটঃ আমারই তোলা সব ছবি!
ব্লগার ভাইয়া আর আপুরা ছবি কেমন লাগলো জানাবেন কিন্তু! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।