আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর কণার পথে আরেক ধাপ

ঘোস্ট গত বছর একটি অতিপারমাণবিক কণার সন্ধান পাওয়ার পর বিজ্ঞানীরা জানিয়েছিলেন, এটি বহু আকাঙ্ক্ষিত সেই হিগস বোসন বা ঈশ্বর কণা হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন এক তথ্য তাদের এ বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। খবর : এএফপি ও বিবিসি অনলাইন। ঈশ্বর কণা নামে পরিচিত হিগস বোসন কণার সন্ধানে কয়েক বছর ধরে গবেষণা করছে ইউরোপীয় অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)। সংস্থাটি জানায়, গত বছর প্রাপ্ত কণাটির তথ্য বিশ্লেষণ করে যে দুটি বৈশিষ্ট্য তারা পেয়েছেন, তা হিগস বোসন কণা-সংক্রান্ত তত্ত্বীয় ধারণার সঙ্গে মিলে যায়।

সুইজারল্যান্ডের জেনেভা থেকে সার্ন এক বিবৃতিতে ওই দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে। ইতালিতে পদার্থবিদদের এক সম্মেলনে সার্নের লার্জ হ্যাড্রন কলাইডারের (এলএইচসি) সিএমএস পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমের মুখপাত্র জো ইনকানডেলা জানান, '২০১২ সালে প্রাপ্ত পূর্ণ তথ্যের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বলা যায়, আমরা হিগস বোসন নিয়েই কাজ করছি। তবে এটি কী ধরনের হিগস বোসন কণা, তা জানতে আমাদের এখনও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। ' কণাটি হিগসের অতি সরল কোনো রূপ, না আরও আকর্ষণীয় কিছু, তা এখনও জানা যায়নি। ইতালির ওই সম্মেলনে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তাতে কণাটিকে হিগসের একটি সাধারণ 'আদর্শ মডেল' সংস্করণ বলেই মনে করা হচ্ছে।

বস্তু কীভাবে ভর প্রাপ্ত হয়_ তার উত্তর পেতেই হিগস বোসন কণাটিকে খুঁজছেন বিজ্ঞানীরা। উৎসঃ সমকাল গত বছর একটি অতিপারমাণবিক কণার সন্ধান পাওয়ার পর বিজ্ঞানীরা জানিয়েছিলেন, এটি বহু আকাঙ্ক্ষিত সেই হিগস বোসন বা ঈশ্বর কণা হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন এক তথ্য তাদের এ বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। খবর : এএফপি ও বিবিসি অনলাইন। ঈশ্বর কণা নামে পরিচিত হিগস বোসন কণার সন্ধানে কয়েক বছর ধরে গবেষণা করছে ইউরোপীয় অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)।

সংস্থাটি জানায়, গত বছর প্রাপ্ত কণাটির তথ্য বিশ্লেষণ করে যে দুটি বৈশিষ্ট্য তারা পেয়েছেন, তা হিগস বোসন কণা-সংক্রান্ত তত্ত্বীয় ধারণার সঙ্গে মিলে যায়। সুইজারল্যান্ডের জেনেভা থেকে সার্ন এক বিবৃতিতে ওই দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে। ইতালিতে পদার্থবিদদের এক সম্মেলনে সার্নের লার্জ হ্যাড্রন কলাইডারের (এলএইচসি) সিএমএস পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমের মুখপাত্র জো ইনকানডেলা জানান, '২০১২ সালে প্রাপ্ত পূর্ণ তথ্যের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বলা যায়, আমরা হিগস বোসন নিয়েই কাজ করছি। তবে এটি কী ধরনের হিগস বোসন কণা, তা জানতে আমাদের এখনও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। ' কণাটি হিগসের অতি সরল কোনো রূপ, না আরও আকর্ষণীয় কিছু, তা এখনও জানা যায়নি।

ইতালির ওই সম্মেলনে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তাতে কণাটিকে হিগসের একটি সাধারণ 'আদর্শ মডেল' সংস্করণ বলেই মনে করা হচ্ছে। বস্তু কীভাবে ভর প্রাপ্ত হয়_ তার উত্তর পেতেই হিগস বোসন কণাটিকে খুঁজছেন বিজ্ঞানীরা। উৎসঃ সমকাল  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।