আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের সাঁড়াশি অভিযান ৫ ব্যবসা প্রতিষ্ঠানে দেড় ল টাকা জরিমানা

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু’দিন ব্যাপী ভ্রাম্যমান আদালতের সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এতে খাদ্যদ্রব্যে ভেজাল ও অধিকমূল্যে বিক্রির অপরাধে শহরের ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট দেড় ল টাকার জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার দু’দিন ব্যাপী এ অভিযানে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৮ ও ৪৪ ধারায় শহরের জননী এন্টারপ্রাইজকে ৫০ হাজার ও নাসির ট্রেডার্সকে ১০ হাজার শের আলী এণ্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা, নিহাল মসলা মিলকে ১০ হাজার টাকা এবং নূর ফুডস এন্ড রেষ্টুরেন্টকে ৩০ হাজার টাকা জড়িমানা করে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল থেকে শ্রীমঙ্গলের পুরান বাজার, নতুন বাজার, মৌলভীবাজার রোড, হবিগঞ্জ রোড, সেন্ট্রাল রোডসহ বিভিন্ন এলাকার পাইকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর এ অভিযান চালানো হয়।

অভিযানের প্রথমদিন মঙ্গলবার সকালে অধিক মূল্যে চিনি বিক্রির অপরাধে শহরের সেন্ট্রাল রোডের জননী এন্টার প্রাইজকে ৫০ হাজার ও নাসির ট্রেডার্সকে ১০ হাজার টাকার নগদ জরিমানা করা হয়। পরদিন বুধবার অভিযানের ২য় দিন শহরে অস্বাস্থ্যকর পরিবেশে মালামাল গুদামজাত ও অবৈধ মজুদের অভিযোগে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ আইন ও ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ধারায় মেসার্স শের আলী এণ্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী এবং শ্রীমঙ্গল ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পদক কদর আলীকে তাৎনিক ৫০ হাজার টাকা ও ভেজাল মসলা প্রস্তুতকারী নিহাল মসলা মিলের মালিক উকিল আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন এবং খাবার ঘরের সাথে খোলা টয়লেট ব্যবহার, বিএসটিআই-এর অনুমোদনবিহীন খাদ্য তৈরী ও বিক্রয়ের অপরাধে নূর ফুডস এন্ড রেষ্টুরেন্ট এর মারিক নূরূল ইসলামকে ৩০ হাজার টাকা জড়িমানা করে ভ্রাম্যমান আদালত। সাঁড়াষি অভিযানের ১ম দিন মঙ্গলবার অভিযান সম্পর্কে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকাশ কান্তি চৌধুরী জানান, শ্রীমঙ্গলের পাইকারী ও খুচরা বাজারে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চিনি বিক্রি করার অভিযোগ রয়েছে। এতে করে বাজারের অসাধু ব্যবসায়ীরা চিনির বাজারে কৃত্রিম সংকট তৈরী করছে।

পবিত্র রমজানমাসে দ্রব্যমূল নিয়ন্ত্রণে রাখতে উপজেলায় বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। র‌্যাব-০৯ এর এএসপি মঞ্জুর আহমেদ সিদ্দিকী বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এজন্য আমাদের বিশেষ মনিটোরিং সেল প্রতিদিন বাজার পর্যবেন করবে। এই ধারাবাহিকতায় ২য় দিন বুধবার সহকারী কমিশনার (ভূমি) গোলাম মাওলা ও র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি মো. মিজানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালিত হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.