আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

শ্রীমঙ্গলে জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় গতকাল প্রকাশিত ফলাফলে শ্রীমঙ্গলে জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন। এদের মধ্যে ৮১ জন বিজ্ঞান বিভাগ থেকে, ২জন বাণিজ্য বিভাগ থেকে এবং ১ জন মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। শ্রীমঙ্গলের দি বাড্স রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। বিটিআরআই উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।

এদের সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ জন। এদের মধ্যে ৭ জন বিজ্ঞান বিভাগ ও একজন বাণিজ্য বিভাগের ছাত্র। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ছয়জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ৫ জন বিজ্ঞানের একজন মানবিক বিভাগের ছাত্রী।

ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন ছাত্র-ছাত্রী। এদের সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এদের ২জনই বিজ্ঞান বিভাগের ছাত্রী। এছাড়াও শ্রীমঙ্গলের সাতগাঁও উচ্চ বিদ্যালয়, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয় এবং র‌্যানার উচ্চ বিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.