আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে একদিনে দুই আত্মহত্যা

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার একই দিনে উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ আবাসিক এলাকা ও কালাপুর ইউনিয়নে এক ষোড়সী যুবতী ও সত্তোর্ধ বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশ ঘটনার তদন্ত কাজ চালাচ্ছে। শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শাহীবাগ আবাসিক এলাকার মৃত আইয়ুব আলীর ষোড়সী কন্যা তাসলিমা আক্তার রোজী ঘরের ছাদের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যাা করে। পরিবারে সদস্যরা রোজীকে খোজ করলে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান।

এসময় রোজীকে অনেক ডাকাডাকি করলে কোন সাড়া নাে পেয়ে রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে, গলায় ওড়না পেছানো অবস্থায় রোজীর লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখা যায়। রোজীর পারিবারিক সূত্র জানায়, রোজী ৮ম শেনীতে অধ্যয়নরত অবস্থায় গত বৎসর হঠাৎ করে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। তবে রোজীর আত্মহত্যার পেছনে অন্য কোন কারণ থাকতে পারে বলে ধারণা করছেন অনেকেই। এ ব্যাপারে রোজীর পরিবারের প থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিকে উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের মৃত সাজ্জাদ উলার পুত্র আব্দুল মান্নান (৭০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

আব্দুল মান্নানের পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি দূরারোগ্য ব্যাধিসহ নানা ধরণের ব্যাথাজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। ধারণা করা হচ্ছে ব্যাথার অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আব্দুল হান্নান আত্মহত্যার পথ বেছে নেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.