আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। সোমবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা কৃষিবিভাগের হলরুমে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণ ও এর প্রতিকার বিষয়ে এক মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। মৌলভীবাজার মহকুমা বন বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রকাশ কান্তি চৌধুরী। রিসোর্স পার্সন ছিলেন, মৌলভীবাজার সহকারী বন সংরক এজেডএম হাসানুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মো. মহসীন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি শ্রীমঙ্গল শাখার সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কাওছার ইকবাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দেবাষিশ চৌধুরী রাজা, উপজেলা কৃষি কর্মকর্তা সুকল্প দাশ, সাংবাদিক আহম্মেদ ফারুক মিল্লাদ, বিকুল চক্রবর্ত্তী, মামুন আহমেদ প্রমুখ। মত বিনিময় সভায় স্থানীয়ভাবে পাহাড় কাটা, বৃ নিধন, হাওর বিল ভরাট ও সেচসহ পরিবেশ ধ্বংসের কারনগুলো তুলে ধরা হয়। অুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) প্রকাশ কান্তি চৌধুরী তার বক্তব্যে মিডিয়ার মাধ্যমে সচেতনতা সৃষ্টির ল্েয কাজ করার জন্য সংবাদিকদের অনুরোধ জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।