এদেশ আমার
শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় বিশালাকৃতির একটি অজগর সাপ ধরা পড়েছে। গতকাল দুপুরে বিশালাকৃতির এ অজগরটি ইছবপুর এলাকার একটি ছড়া থেকে ওঠে আসার সময় এলাকাবাসী দেখতে পায়। ইছবপুরের জনৈক হারুন মিয়া সেলফোনে শ্রীমঙ্গলের মিনি চিড়িয়াখানার পরিচালক সজল দেবকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে সজল দেব ঘটনাস্থল থেকে অজগরটি আটক করে তার মিনি চিড়িয়াখানায় নিয়ে আসেন। আজগরটি মিনি চিড়িয়াখানার একটি খাচায় সংরক্ষণ করা হয়েছে। তিনি জানান, অজগরটি দৈর্ঘ্যে প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ৪০ কেজি। তিনি আরও জানান, অজগরটি কয়েকদিনের মধ্যে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।