আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।
মেলৈভীবাজারের শ্রীমঙ্গলে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির দু’টি সাদা ঈগল ছানার সন্ধান পাওয়া গেছে। ছানা দু’টি এখন শ্রীমঙ্গলের বণ্যপ্রাণী সংরণবিদ সিতেশ রঞ্জন দেবেরে মিনি চিড়িয়াখানায় রয়েছ্। ে
জানা যায়, উপজেলার চৈলতাছড়া এলাকার এক জঙ্গলের ভেতর খাসিয়ারা সাদা রঙের দু’টি ঈগল ছানাকে দেখতে পায়। এসময় ছানাগুলোর সাথে তাদের মা’কে দেখতে না পেয়ে অনেক খোজাখোজি করেও তারা মা ঈগলের কোন সন্ধান পায়নি।
পরে ঈগলছানাগুলোকে উদ্ধার করে স্থানীয় মিনি চিড়িয়াখানায় নিয়ে আসেন। চিড়িয়াখানার পরিচালক সিতশে রঞ্জন দেব জানান, ছানা দু’টির বযস আনুমানিক ১০/১৫ দিন হবে। তিনি আরো বলেন, বর্তমানে এ প্রজাতির ঈগলের দেখা পাওয়া খুবই বিরল। এক সময় সুন্দরবন, হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ ও সিলেটে প্রচুর পরিমাণে দেখা যেতো এসব সাদা ঈগল। এরা সম্পূর্ণ সাদা বর্ণে হয়।
তবে এদের ডানা, পিঠ ও লেজের ওপর দিকে হালকা বাদামী কিংবা কালো রঙের হয়ে থাকে। এরা সাধারণত মাংস ও সাপ খেয়ে থাকে। প্রজনন মৌসুমে ৩/৪ টি ডিম পাড়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।