আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছেদ বিরহ



প্রতিদিনকার মতো আজও আমি অপেক্ষায় আছি, যখন হাতের তালুতে মূখ চেপে চিৎকার করে কাঁদি, ডুকরে ডুকরে ফুলে ফুলে। দেয়ালের প্রতিধ্বনি বুঝি দেয়ালের কান্না। উওরে হিমালয় নিরুপায় ছুঁড়ে দেয় আরো কিছু হিম হাওয়া চেপ্টা সবুজ শুকনো পাতা দুলে দমভে কাতর প্রানীর মতো তারও যে হয়েছে সময় আমার মতো ঝঁড়ে পড়ার কম্বলের ওমের নিচে নিজেকে সঁপে বেঁচে থাকার বিলাসিতা নিয়ে ভাবি, বিশেষত তোমাকে নিয়ে- যদিও তুমি না হলেও চলে, পেট তো আর তোমাকে চায়না। তবে রাস্তার রুক্ষ শিশুর ঠান্ডায় দাঁড়িয়ে থাকা লোমের ছবি ভাসে চোখে নাড়া দিতে ব্যর্থ হওয়া দৃশ্য এখনতো বিলাসি জীবন-যাপন আমার, তেমাকে নিয়ে ভাবি আজ তাই তোমার বিচ্ছেদ বিরহই দখল করেছে শিরোনা আর আমকে দখল করেছো তুমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।