আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছেদ

দিন শেষে আমার একলা পাখি

যে পাখি আজ নিবির গাঢ় আলিঙ্গনে বাঁধা কাল সে পাখি বাঁধন ছিড়ে উড়ে যাবে বনে, বরফ গলা শীতল চোখে আমার অনুরাধা অন্য চোখে ফুল ফোটাবে নিরবে নির্জনে। যে পাখি আজ ঘরের ভেতর আড়াল খোঁজে, কাল- রোদের সঙ্গে পুকুর ঘাটে ঠুকরে খাবে ধান, রেস্তরাটার কোনায় বসে `উফ কী দারুণ ঝাল' বলবে তুমি, শুনবে সেটা অন্য কারো কান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।