আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছেদ সমাধান নয়

যাও তবে অবশ্যই সন্মুখে। পিছিয়ে পড়োনা কারণ ব্যর্থতার কোন সিঁড়ি নেই।

বললে তুমি- তোমায় আমি থোড়াই কেয়ার করি, কোন কারণে বললে যেন- তোমার সাথে আড়ি। বন্ধু তুমি জান না তা কারও সাথে আড়ি পাতা বলে ফেলা যা খুশি তা অনেক বড় ভুল, সে তো ছিল তোমার মিতা কথা তাহার হলোই তিতা তাই বলে কি আড়ি পাতা সমাধানের মূল? আড়ি পাতা কাজটা খারাপ কোন প্রকার নেই তাতে লাভ বরং তাতে ক্ষতি বুঝি না তো কেন তোমার এমন মতি-গতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।