আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছেদ



সত্তর দিন হলো কবিতা নিরুদ্দেশ বানে ডুবে গেছে সময়ের চর ধার করা চরণগুলোও শেষ প্রায় অনিরূদ্ধ যৌবনে কবিতার হাহাকার চমৎকার প্রেম ছিল কবি ও কবিতার। সত্তর দিন হলো কবিতার দুঃখ নেই কাগজে মোড়ানো দুঃখগুলো শরীরে আঁকা দুঃখগুলো গ্রাহামবেলের ভালোবাসার দুঃখগুলো নিদারুন কষ্টে কবি এলোমেলো। সত্তর দিন হলো কবি ছন্দহীন সময়ের ধ্বংসস্তুপে শব্দের ছিন্নভিন্ন লাশ একটা চশমা - অবিকল কবিতার চশমা, একটা মুখ - অবিকল কবিতার মুখ ব্রাত্যজীবনে কবির আজ বড় অসুখ। সত্তর দিন হলো কবি কবিতাহীন রূঢ় বাস্তবতায় বেহাল সংসার হাম্বাবিহীন গোয়াল ঘর যেন বন্ধ্যা নারী চারণিক কবিতা ও ছন্দময় কবি বিচ্ছেদের অনলে পুড়ে গেছে সব-ই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।