আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহাসিক বিচ্ছেদ

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিকেলের গণসমাবেশে অংশ নিচ্ছে না ১৮ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন শিবির। জামায়াত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জামায়াতের সূত্র জানিয়েছে, ছাত্রশিবির এই গণসমাবেশে যেতে চাচ্ছে না। জামায়াতের একটি অংশ যেতে চাইলেও অপর অংশটি না যাওয়ার পক্ষে। তাই জামায়াতের পক্ষ থেকে দলটির নেতাকর্মীদের সমাবেশে অংশ নেয়ার ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া হয়নি।



সূত্র জানায়, ‘জামায়াতকে নিষিদ্ধ করলে আমরা বাঁচি’ বিএনপি নেতা শাহজাহান ওমরের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এছাড়া সাম্প্রতিক বিএনপির কোনো কোনো নেতা জামায়াতের সঙ্গ ছাড়ার ব্যাপারে ইঙ্গিত দেয়ায় বিএনপির ওপর তারা অনেকটা ক্ষুব্ধ। তাছাড়া নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে খালেদা জিয়া শুধু বিএনপি প্রসঙ্গে কথা বলেছেন, জামায়াতের প্রসঙ্গ আনেননি। বরং উল্টো তিনি আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্যতার প্রসঙ্গ তুলেছেন। এতেও দলটির নেতাকর্মীরা ক্ষুব্ধ।



সূত্রে দাবি, জামায়াতের সঙ্গে বিএনপির একটি সুস্পষ্ট দূরত্ব ইতিমধ্যে তৈরি হয়েছে। বিএনপিও দেশী-বিদেশী চাপে জামায়াতকে আর আগের মতো কাছে টানতে চাচ্ছে না। আজকের সমাবেশে জামায়াত-শিবির অংশ না নিলে বিএনপি-জামায়াত দূরত্বটা প্রকাশ্য রূপ পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.