আমাদের কথা খুঁজে নিন

   

"জাতীয় আব্বার জন্মদিন এবং একটি গল্প"

To love what you do or to do what you love is the question to be answered! গল্পটা ফেসবুকে পাইলাম আর মনে ভাবিলাম আপনাদের সাথেও খানিক ভাগাভাগি করি... "বিয়ের রাতে রুবেল সাহেব জানতে পারলেন তার স্ত্রীর একজনের সাথে দীর্ঘ সম্পর্ক ছিল। কিন্তু ওই মুহুর্তে ইচ্ছা না থাকা সত্বেও মেনে নিলেন সদ্য বিবাবিতা স্ত্রীকে। তারপর................ কেটে গেছে ৪২ টা বছর। রুবেল সাহেবর ২ মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ে করেছে ৩ ছেলেও। একদিন কোন এক অজানা কারনে রুবেল সাহেব উনার ৫ ছেলে মেয়ে ও ১১ নাতি নাতনীকে একত্রে ডাকলেন।

জানালেন, উনি উনার স্ত্রীকে ডিভোর্স দিবেন। সবাইত আকাশ খেকে পরলেন। ছেলে মেয়েরা জানতে চাইল এর কারন কি? রুবেল সাহেব জানালেন তিনি বিয়ের দিনই জানতে পেরেছিলেন উনার স্ত্রীর একজনের সাথে দীর্ঘ সম্পর্ক ছিল। এতদিন অনেক কষ্টে মেনে নিয়েছিলেন, কিন্তু এখন আর মানকে পারছেন না। ওনার ১ ছেলে ১ মেয়ে ও ৬ নাতি নাতনী রুবেল সাহেবকে সমর্থন দিল।

আর মান সম্মানের কথা চিন্তা করে ২ ছেলে ১ মেয়ে ও ৫ নাতি নাতনী উনার সিদ্ধান্তের বিরোধিতা করল। দেখা দিল নতুনসমস্যা। ছেলে, মেয়ে, নাতি, নাতনীদের মধ্যে বিরোধ দেখা দিল। এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হল। একপর্যায়ে হতাহত.. হাসপাতাল পর্যন্ত... রুবেল সাহেবের তখন ভিক্ষা রেখে কুকুর সামলানোর অবস্থা।

অবশেষে রুবেল সাহেব বুঝতে পারলেন ৪২ বছর আগের বিচার ৪২ বছর আগেই করে ফেলা উচিত ছিল। ৪২ বছর আগের বিচার ৪২ বছর পরে করতে গিয়ে ১৭ জনকে তিনি বিরোধে জড়ালেন, নিজেও পরলেন বিপাকে। রুবেল সাহেব কি পারবেন এই বিরোধ সমাধান করতে?" ---(সংগ্রীহিত) ভাইজান আর আফামনিরা, টাইগারদের জইন্যে দোয়া কইরেন হগগলে মিলি-মিশি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.