হেফাজতে ইসলামের কর্মীদের মতিঝিল থেকে সরানোর অভিযান আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটি রায় নিয়ে আলোচনার মধ্যেই রোববার সন্ধ্যায় এ ব্রিফিং হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই প্রেস ব্রিফিংয়ে আগে ৫ মে হেফাজতে ইসলামের মতিঝিল এলাকায় ধ্বংসযজ্ঞ চালানোর ছবি ও ভিডিও ফুটেজ দেখানো হবে। এই ধ্বংসযজ্ঞের পরেই গভীর রাতে সাড়াশি অভিযান চালিয়ে তাদের শাপলা চত্বর থেকে হটিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
গত মার্চে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অবরাধের জন্য জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন রায় দেয়ার পর কূটনীতিকদের ব্যাখ্যা দিয়েছিলেন দীপু মনি।
একাত্তরে গণহত্যার জন্য জামায়াতে ইসলামীর আরেক নেতা কামারুজ্জামানকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিদেশি কূটনীতিকদের জন্য পররাষ্ট্রমন্ত্রীর গত ১০ এপ্রিলের ব্রিফিং জুড়ে ছিল ১৩ দফা দাবি নিয়ে হেফাজতের লং মার্চ প্রসঙ্গ।
৫ মে ঢাকা অবরোধের পর মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতকর্মীদের তুলে দিতে পুলিশি অভিযান এবং হতাহতের ঘটনায় সরকার বিচার বিভাগীয় কমিশন না করলে তদন্তের দাবি নিয়ে জাতিসংঘে যাওয়ার হুমকি দিয়েছে বিএনপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।