পারলে নিজেকে ইকারাকাস বানিয়ে ... মাঝে মাঝে সব এমন অপরিচিত লাগে কেন? আকাশ পাতাল চষে ফেলি কিন্তু কোথাও মনটাকে খুজে পাইনা। নিজেকে অন্তসার শূন্য মনে হয়। সন্ধ্যেবেলা আজ কেউ আবদার করে না রাস্তায় ঘুরে আসার। পথে দেরি হয়ে যাওয়ার কোন অভিযোগ নেই। ভেসে চলি যেন উদবাস্তুর মত কখনো বা সুতা ছেঁড়া ঘুড়ির মত। কেবল সারা সন্ধ্যাজুড়ে কোন এক হারিয়ে যাওয়া নিঃশ্বাসের গন্ধ, বুকের ভেতরে করুণ শীতল এক ব্যাথা বার বার ভুলে যাই- অভিযোগও ভেসে যায় ভাঙ্গনলাগা পাড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।