আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আমাদের ভাঙ্গা ভাঙ্গা ইংরেজী দিয়েই বিশ্বের সামনে আমাদের আনন্দ প্রকাশ করতে চাই....



অনেকদিন পর খুব টেনশন নিয়ে আজকের বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ দেখলাম!!! কি যে উত্তেজনার মধ্যে ছিলাম তা বলে বোঝাতে পারবনা!! প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল যে এই বুঝি আবার বাংলাদেশকে আরেকটি পরাজয়ের মুখোমুখি হতে হয়!! কিন্তু সব আশংকাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে শেষ মুহূর্তে এসে বাংলাদেশ জয় কে ছিনিয়ে নিল!!! বাংলাদেশ কতটা ভালো বা খারাপ খেলেছে-তা যুক্তিখন্ডন করার সময় এখন নয়!! শুধু জানি বাংলাদেশের ঝুলিতে আরেকটি বিজয় চলে আসল!! এই জয়টা বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল!! তা না হলে বিশ্বের সামনে মাথা উঁচু করে আমরা আর কখনোই কোনো স্বপ্নের কথা বলতে বলতে পারতামনা!! .....বাংলাদেশের বিজয়ের পেছনে ব্যাটসম্যান ও বোলার উভয়েরই অবদান ছিল!! এ ক্ষেত্রে কাউকে ছোট করে দেখতে চাইনা!! তবে বোলারদের কারণেই মনে হয় শেষ পর্যন্ত বাংলাদেশ আরেকটা জয়ের সন্ধান পেল!! ......সবচেয়ে ভালো লেগেছে যখন দেখলাম ম্যাচ শেষে শফিউল তার অনুভূতি বর্ণনা করতে গেল!!! মনে হচ্ছিল পুরো বিশ্ব যেন শফিউলের পাশাপাশি আমাদের পুরো বাংলাদেশকে আরেকটা দেখে নিল!! আমার মনে এতটাই আনন্দ হচ্ছিল যে, সব কিছুতেই আনন্দ পাচ্ছিলাম!! কেমন জানি ভাঙ্গা ভাঙ্গা ইংরেজীতে শফিউলের অনুভুতি প্রকাশের ভাষাও আমার কাছে বেশ আনন্দের মনে হচ্ছিল!! হঠাৎ করেই আমার মনে হল "আমাদের বেশী কিছু দরকার নেই। আমরা ভাঙ্গা ভাঙ্গা ইংরেজী দিয়েই পৃথিবীর সামনে আমাদের আনন্দ প্রকাশ করতে চাই" ......পাঠকদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে মনে করবেননা যে এই পোষ্টের মাধ্যমে আমি আমার বাংলা ভাষার অবমাননা করে বিদেশি ভাষাকে অত্যাধিক গুরুত্ব দেবার চেষ্টা করেছি!! আমি শুধুমাত্র বাংলাদেশের প্রতি আমার সমর্থন জানিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে চেয়েছি...!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.