আমাদের কথা খুঁজে নিন

   

আমি প্রধানমন্ত্রী হতে চাই এবং করণীয়

আমি প্রধানমন্ত্রী হতে চাই শুনলে অনেকের কাছে অবাক মনে হবে। কিন্তু আসলেই আমাদের দেশে এখন যেভাবে চলছে তাতে করে মনে হয় না একটা দেশ চলতে পারে। যেখানে সবসময় অনিয়ম অরাজকতা চলছে সেটা গ্রাম থেকে শহর পর্যন্ত। এখন আমার মনে হয়না রাজনিতিক কনো ছায়া ছাড়া কিছু করা সম্ভব না তাহলে আমরা যারা কনো রাজনীতি করি না তাহলে কি আমরা মানুষ না????????????? যদি রাতে হাটতে যাই দেখা যাবে ছিনতাই হতে পারে, সরকারী কনো কাজ করতে গেলে ঘোষ দিতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে খারাপ এর কারনে তা করা যাবে না, যোগ্য লোক গুলো থাকলেও তাদের যোগ্য চাকরী হচ্ছে না। যে কনো কারন হতে পারে লবিং/টাকা/মামা-চাচার জোড়।

শুধু যে চাকরী তা নই মন্ত্রী হতে হলেও চাই লবিং/মামা-চাচার জোড়। কিন্তু আজ যদি মন্ত্রী নিয়োগ করা হতো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কে প্রথম হয়েছে মেধা তালিকায় তার বিষয় থেকে অবশ্যই তারা আমাদেরকে ভালো ভালো জ্ঞান দিতে পারতো কারন বাংলাদেশে প্রত্যেক বছরে নতুন নতুন পাশ করে প্রচুর বের হচ্ছে কেউ না কেউ অবশ্যই ভালো হচ্ছি। কিন্ত আমার প্রশ্ন হলো আজকে একটা মানুষের সর্ব্বোচ্চ পোষ্ট পাওয়ার পর আর কিছু চাওয়ার আছে কিনা......... কারন হলো প্রধানমন্ত্রী হওয়ার পর মানুষের আর কিছু চাওয়া পাওয়ার নেই। কিন্ত আমাদের দেশে যেই প্রধানমন্ত্রী হয় তখন তাড়া হিতাহিত জ্ঞান হারাইয়া ফেলে। প্রধানমন্ত্রী মনে করছে সব ভালো হচ্ছে যদি সব ভালো হয় তাহলে আমি কেনো ছিনতাই কারীর কবলে পরে মটর সাইকেল হারাবো, খুনীরা খুণ করে প্রকাশ্যে বের হয়।

সত্য কেনো আজ বিলুপ্ত হচ্ছে??????????? প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনোরোধ একবার ইন্ডিয়ান নায়ক ছবিটা কষ্ট করে পুরাটা দেখবেন এবং কার্যকর করবেন তাহলে আমাদের দেশের পরিবর্তন আসবেই এবং আপনার বাবার সম্মান পুরাটুকু ফিরে পাবো আমরা। আমি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে ৬ মাসের মধ্যে পরিবর্তন করে ফেলবো আমাদের দেশ নিচে তা দেওয়া হলো_______________ ১. সবচেয়ে মেধা ব্যাক্তিদের কে মন্ত্রী বানাবো আর দুর্নীতি করলে মামলা++জরিমানা+মন্ত্রীত্ব বাদ করে দিবো। ২. পুলিশ শুধু জনগনের সেবা করবে। উলটাপালটা করলে তারও চাকরী বাদ হয়ে যাবে। ৩. সরকারী কর্মচারীরা সকাল ৯ টায় অফিস করবে এবং ৫ টার আগে বের হতে পারবে না।

(প্রধানমন্ত্রী সহ) অনিয়ম হলেই চাকরী বাদ হয়ে যাবে। ৪. সপ্তাহে ৬ দিন অফিস করতে হবে। ৫. চুরি / ঘোষ খেলেই হাত কেটে ফেলতে হবে। ৬. প্রতি গ্রাম/মহল্লা/শহর থেকে সন্ত্রাস তালিকা করা হবে এবং যে যে এলাকায় সন্ত্রাসী করবে তাকে সরাসরী মেরে ফেলা হবে। কারণ হলো হাতে গোনা ৫-৬ জনের জন্য একটা গ্রাম/মহল্লা/শহর সন্ত্রাসী কর্মকান্ড হয়ে থােক তো এদেরকে মেরে ফেললে সব ঠিক হয়ে যাবে।

৭. সরকার প্রতিটি জিনিসের দাম নির্ধারন করবে তা ঠিক ততোই বিক্রি করতে হবে এখন লাভ যতই হোক। ৮. ট্রাফিক আইন মানতে হবে। গাড়ীর লাইসেন্স সবকিছুই ঠিক রাখতে হবে। ৯. সবচেয়ে বড় হলো ১০০% টেক্স দিতে হবে। ১০. সবাই কে ব্যাংক একাউন্ট ফ্রী খুলে দিতে হবে বাৎসরিক চার্জ দিতে হবে।

মোট কথা হলো দুনীতির কনো সুযোগ দেওয়া যাবে না। ১১. চাকরী বেতন থাকবে ঘন্টা হিসাবে কনো মাস নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.