আমার সোনার বাংলা আজকাল আমাদের দেশে সরকারী চাকুরী করার ইচ্ছা প্রায় আশি শতাংশ মানুষের। কিন্তু সরকারী চাকুরী করতে হলে ভাল ধরনের রেফারেন্স এর প্রয়োজন হয় এমনকি অনেক বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। মনেহয় সরকারের সাথে আমাদের বিয়ে হয়। কারন সরকারী চাকুরী করতে যে পরিমান টাকার প্রয়োজন তেমনি একটি বিয়ে করতে ও সে পরিমান টাকার প্রয়োজন। তাই আমি বলি সরকারী করার চেয়ে না করাও অনেক ভাল। যে টাকা দিয়ে সরকারী চাকুরী করা যায় সে টাকা দিয়ে অন্য কিছু করলে তার চেয়েও বেশি টাকা পাওয়া যায়। তারপরও মানুষকে বুঝানো যায় না কেন? আপনাদের সু-বুদ্ধি আমার, আপনার এমনকি আরও দশজনের শেখার উৎসাহ যোগায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।