সকল সৌন্দর্যই বর্ণিল পঙ্কিলতা থেকে উদ্গত যত দূরে যাই, যেখানেই যাই যেখানেই থাকি, যেভাবেই থাকি বাংলাদেশ তুমি থেকো ভালো। যত থাক দুঃখ, দারিদ্র, কান্না সীমাহীন বঞ্চনা, ক্ষুধা, জরা, বীভৎস খুন, ধর্ষন, লুটপাট আর মিথ্যাদের জয়-জয়কার, তবু তুমিই অন্তহীন প্রেরণা আমার। দিয়েছ ভাষা, রবি-নজরুল সহ শামসুর রাহমান, দিয়েছ রক্ত দিয়ে স্বাধীনতা- আজো বুকে বহমান। দিয়েছ মা, আদর কত সয়েছ চুপে জ্বালা, বলো নি কখনো একবারো- নে এবার তোর পালা। তোমার প্রেমে ডুবে আছি, ফেলো না আমায় দূরে, দূরে রইলেই কি প্রেম চলে যায় সোজা আস্তাকুড়ে? তোমায় আমি ভালোবেসেছি হে প্রেমিকা বাংলাদেশ, তোমার কোলেই মরতে চাই এই প্রণতি- সবিশেষ। ১৮ নভেম্বর ২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।