শনিবার ভোরে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি ৪০ ব্যাটালিয়নের (ফুলবাড়ী) অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরামপুর ও কাটলা বিওপির সদস্যরা বিরামপুর সীমান্তের পাঁচটি স্থানে অভিযান চালায়।
উদ্ধার হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে দুটি মোটরসাইকেলসহ ৩৬০ বোতল ফেনসিডিল, গরু মোটাতাজাকরণসহ নেশাজাতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট, প্রসাধনী ও ভারতীয় শাড়ি।
এসব পণ্যের আর্থিক মূল্য ৪২ লাখ ৬৮ হাজার টাকা বলে জানান তিনি।
চলতি বছর জানুয়ারী থেকে জুন পর্যন্ত বিজিবি ৪০ ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন স্থান থেকে ১২ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।