বিরামপুর থেকে ৩লাখ ২১হাজার টাকার মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার এ বিপুল পরিমান মাদক আটক করে বিজিবি।
বিজিবি জানায়, ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুবেদার মোঃ আক্কাস আলী, হাবিলদার মোঃ ইকবাল হোসেন এবং হাবিলদার মোঃ বেলায়েত হোসেন এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী টহল পরিচালনা করে বিরামপুরে খেয়ার মাহমুদপুর, হাড়িপাড়া এবং মন্ডব এলাকা থেকে ৭বোতল বিদেশী মদ, ৯৭৫টি নেশা জাতীয় ট্যাবলেট এবং ১২০টি নেশা জাতীয় ইনজেকশন আটক করেছে। যার আনুমানিক সিজার মূল্য ৩,২১,০০০/- (তিন লক্ষ একুশ হাজার) টাকা।
এদিকে, ফুলবাড়ী ৪০ বিজিবি সদর দপ্তরে সোমবার গত ১ জুন থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে আটককৃত মাদকদ্রব্য জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতিক্রমে ধ্বংস করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।