আমাদের কথা খুঁজে নিন

   

বিরামপুরে ১০ লাখ টাকা ছিনতাই ঘটনায় ২ ছিনতাইকারী আটক

বিরামপুর-হিলি সড়কে দিনের বেলা ফিল্মি স্টাইলে ১০ লাখ টাকা ও মোটর সাইকেল ছিনতাই হওয়ার পর পুলিশ আজ সন্ধার পর দুই ছিনতাইকারীকে আটক করেছে।চাঞ্চল্যকর এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আজ সন্ধায় ফুলবাড়ি থেকে মানিক ও হারুন নামের দুই যুবককে আটক করেছেন বলে বিরামপুর থানার ওসি মমিনুল ইসলাম আটকের খবর নিশ্চিত করেছেন। বিরামপুর থানার উপ-পরিদর্শক বজলুর রশীদ অভিযান চালিয়ে পৌর এলাকার শিমূলতলী থেকে সুজনের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, হিলি স্থলবন্দরের এলসি ব্যবসায়ী ও হিলির মধ্য বাসুদেবপুর গ্রামের বাসিন্দা সুজন (৩৫) গতকাল সকাল ১০টার দিকে ১০ লক্ষাধিক টাকা নিয়ে মোটর সাইকেল যোগে বিরামপুরে আসার পথে ছিনতাইকারী বেধড়ক পিটিয়ে সুজনের টাকার ব্যাগ নিয়ে এবং মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত সুজন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।