আমাদের কথা খুঁজে নিন

   

বিরামপুরে অপহরণের ২ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

বিরামপুর পল্লী থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ২ মাস পর পুলিশ উদ্ধার করেছে।

আজ বিরামপুর শহরের রেলস্টেশন এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রী ফারজানা আকতারকে উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বিরামপুর উপজেলার পলিখাঁপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে এসএসসি পরীক্ষার্থী ফারজানা আকতারকে (১৫) একই গ্রামের রেজাউল ইসলামের পুত্র হারিসুল ইসলামসহ কয়েকজন গত ১২জানুয়ারী অপহরণ করে নিয়ে যায়।

এঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক বজলুর রশীদ অপহৃতাকে আজ বিরামপুর শহরের রেল স্টেশন এলাকা থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে বিরামপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফারজানাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপহরণের সহযোগী আসামী হাবিবুর রহমান কয়েকদিন আগে ধরা পড়লেও প্রধান আসামী হারিসুল ইসলামসহ অন্যরা পলাতক রয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।