বিরামপুর এলাকা থেকে চোরাচালান বিরোধী টহল অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিল ইটক করেছে বিজিবি।
আজ গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ ইকবাল হোসেন এবং হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী টহল পরিচালনা করে বিরামপুর থানাস্থ চৌঘরিয়া এবং কোতয়ালী থানাস্থ মুসড়াপাড়া নামক এলাকা থেকে ১১০ বোতল ফেন্সিডিল আটক করেছে। যার আনুমানিক মূল্য ৪৪ হাজার টাকা।
আটককৃত মাদকদ্রব্য সমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রাখা হয়েছে।
৪০ ফুলবাড়ী বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল প্রকৌশলী লুত্ফুল করিম ঘঁটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।