আমাদের কথা খুঁজে নিন

   

বিরামপুরে বিদেশী পিস্তল গুলিসহ ৩ যুবক আটক

বিরামপুর সীমান্ত থেকে বিদেশী ১টি পিস্তল ২টি ম্যাগাজিন ৫ রাউন্ড গুলিসহ ৩ যুবককে আটক করেছে বিজিবি।

আজ বিকালে বিরামপুর উপজেলার বিজুল নামকস্থানে ভ্যান যোগে যাওয়ার সময় বিজিবি সদস্যরা অস্ত্রসহ ওই ৩ যুবককে আটক করে।

আটককৃতরা হলো, আবু সাঈদ (২০), সে রংপুরের পূর্বগুপ্ত পাড়ার আবু তাহেরের ছেলে। শুকুর আলী (২৫), সে খুলনা জেলার দিঘলীয়া উপজেলার চন্দ্রনীমোহন গ্রামের মৃত নুরুল সরদারের ছেলে এবং এনামুল ইসলাম (২০), সে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রায়বাগ গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে।

বিজিবি নায়েব সুবেদার সাহাজুল ইসলামের নেতৃত্বে এক দল টহলরত বিজিবি সদস্যরা তিন যুবক ভ্যান যোগে ঘোড়াঘাট উপজেলার দিকে যাওয়ার সময় সন্দেহ হলে ভ্যানকে থামিয়ে তল্লাসী করলে তাদের কাছে জাপানী একটি  পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন পাওয়া গেলে বিজিবি তাদেরকে আটক করে।

৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ অস্ত্রসহ ৩ যুবককে আটকের সংবাদ নিশ্চিত করেছেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।