আমাদের কথা খুঁজে নিন

   

বিরামপুরে ১৪৪ ধারা জারি

সোমবার সকাল থেকে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণসহ এর আশপাশ এলাকায় সন্ধ্যা ৭টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এদিকে ১৪৪ ধারা জারি প্রতিবাদে স্কুল পরিচালনার কমিটির একটি পক্ষ বিরামপুরের ঢাকা মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে।
স্কুল পরিচালনা পরিষদের দাতা সদস্য মোস্তাফিজুর রহমান আবু অভিযোগ করেন,  স্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী ২০১১ সাল থেকে বিভিন্ন সময়ে ১০ জন শিক্ষক ও একজন কর্মচারী নিয়োগ দিয়ে ৫৩ লাখ ৪০ হাজার টাকা স্কুলের উন্নয়নের নামে গ্রহণ করেন।
কিন্তু সেই টাকা স্কুল ফান্ডে জমা না দিয়ে তারা আত্মসাত করেছেন। এছাড়াও আরো ১০ লাখ টাকা তারা অনিয়ন্ত্রিতভাবে খরচ করেছে বলে অভিযোগ করেন মোস্তাফিজুর।


স্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলটির বর্তমান ভালো অবস্থান ধ্বংস করতে এ ধরনের অভিযোগ আনা হয়েছে। যদি টাকা আত্মসাত করা হয় তাহলে তার তদন্ত দাবি করা উচিত।
তারা অভিযোগের তদন্ত দাবি না করে কেন অপসারণ চাইছে তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন প্রধান শিক্ষক।
বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু  জানান,  এ বিষয়ে গত ১৫ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী, শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরে অভিযোগ করা হয়েছে।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখসানা বেগম ১৪৪ ধারা জারির সত্যতা স্বীকার করেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।