সংযুক্ত আরব আমিরাতের এক ধনকুবের এবার তিন কিলোমিটার এলাকাজুড়ে নিজের নাম লিখেছেন। নামের প্রতিটি অক্ষর ৫০০ মিটার করে লম্বা। আবু ধাবির কাছে নিজের কেনা আল ফুতাইসি দ্বীপের হামাদ লেখা প্রকাণ্ড নামটি মহাশূন্য থেকেও দেখা যাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে। তবে কবে এবং কিভাবে ওই দ্বীপে নামটি লেখা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। হামাদ সমপ্রতি ২৭ লাখ ডলার ব্যয় করে বিশ্বের সবচেয়ে দামি একটি গাড়িও কিনেছেন।
হামাদের ফেসবুকে গতকালই তার নাম লেখা ছবিটি আপলোড করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, সমপ্রতি এ নাম লেখার কাজ শেষ করা হয়েছে। এমিরাটস ২৪/৭ এক রিপোর্টে বলেছে, বড় ধরনের টেউয়ের আঘাতেও এ নাম মুছে যাচ্ছে না। আরব আমিরাত ভিত্তিক এ ধনকুবের চিকিৎসার ক্ষেত্রে দাতা হিসেবে বিশেষভাবে পরিচিত। আবুধাবিতে তার একটি গাড়ির জাদুঘর রয়েছে।
এ জাদুঘরে ২০০টির বেশি বিশেষ গাড়ি রয়েছে। একটি মরুভূমির মাঝখানে তিনি প্রকৃত ট্রাকের আকারের চেয়ে ৬৪গুণ বড় একটি ট্রাকও নির্মাণ করেছেন। বিশ্বের সবচেয়ে বড় এ ট্রাকের মধ্যে একটি পূর্ণাঙ্গ অ্যাপার্টমেন্ট রয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।