আমাদের কথা খুঁজে নিন

   

অত্যন্ত দু:খের সাথে ''''সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি রাষ্ট্রদূত Nazmul Quaunine কে মেইলে পাঠানো.....আমার খোলা চিঠি

এই দেশ আমার, আমি কি করেছি তার জন্য, তাই ভেবে চলি আগামীর পথে প্রতিনিয়তঃ শ্রদ্ধেয় Nazmul Quaunine Ambassador সংযুক্ত আরব আমিরাত. অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে একটি স্বপ্ন ভাংগার খবর দিচ্ছি, আমার কাজিন যাকে ইউএইতে আনার জন্য বহু দিন ধরে চেষ্ঠা করে যাচ্ছিলাম, সেই মোতাবেক বহু হসপিটালিটি সেক্টরে ওদের মেইল ও ফ্যাক্স-এ সিভি পাঠাই শেষ পর্যন্ত আবু-দাবীর একটি স্বনামধন্য হোটেল থেকে ফোনে তার ইন্টারভিউ নেওয়া হয় এবঙ সে ইন্টারভিউতে সফল হয়। এর পরই তাকে অফার লেটার দেওয়া হয় যা স্বাক্ষর করে প্রয়েজিনীয় কাগজপত্রের সাথে ফেরৎ পাঠানোর কথা বলা হয় ওদের কথামত কর্ম সনদ, শিক্ষা সনদ, পুলিশি চাড়পত্র সহ যাবতীয় কাগজপত্র পাঠানো হয়। অফার লেটারে সেপ্টেম্বরের ২ তারিখে এখানে যোগদানের কথা বলা হয়। কিন্তু বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না এই কারনে আজকে হোটেল কর্তৃপক্ষ অত্যান্ত দুখে:র সাথে জানিয়েছে যে বাংলাদেশি জাতীয়তাধারী কাহারোই ভিসা পাচ্ছে না... যে ছেলেটা তার স্বপ্নটা মাত্র ছুই অবস্থায় ছিল, যেই পরিবারটি স্বপ্ন দেখলো তার ছেলে প্রবাসে গিয়ে পরিবারের অর্থনৈতিক মুক্তি এনে দিবে তাদের কথা ভাবুনতো... এতো ছিল আমার একটা কাজিনের স্বপ্ন ভাংগার কথা যেটা আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি, কিন্তু এর মত আরো হাজার হাজার তরুনের স্বপ্ন গত মাস থেকে ভেংগে গেছে বা যাচ্ছে... আমি জানিনা আপনারা এই খবর গুলো জানেন কিনা? ঐ দিন শ্রম মন্ত্রীর বক্তব্য শুনলাম অফিসিয়ালি উনারা জানেন না, অফিসিয়ালি হয়তো আপনারাও জানেন না... কারন ২৭ তারিখে Gulf News.Com-এ ''মেজর জেনারেল নাসের আল আওয়াদি আল মেনালি'' Assistant Undersecretary for Naturalisation and Residency, and Ports Affairs at the Ministry of Interior, বলেছে বাংলাদেশিদের ভিসা ব্যান করা হয় নাই'' হয়তো সেটা বিশ্বাস করে আপনারা বসে আছেন! কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না এটাই দুখ: জনক সত্য... দয়া করে আর বসে থাকবেন না কুটনৈতিক পর্যায়ে যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করুন, আপনার একার পক্ষে সম্ভব না হলে সত্যিকারের ঘটনা পররাষ্ট্র মন্ত্রী, শ্রম মন্ত্রী সহ প্রধানমন্ত্রীকে অবহিত করুন ওনাদেরকে দ্রুত পদক্ষেপ নিতে বলুন। দয়া করে মনে রাখুন বাংলাদেশে অর্থনীতির বড় একটা অংশ কিন্তু এই বৈদেশিক মূদ্রা আর এটা সচল রাখতে হলে শ্রমশক্তি রপ্তানির খাত গুলোর চাকা সবসময় সচল রাখতে হবে, আমি বিশ্বাস করি আপনারা হয়তো আপনাদের আন্তরিকতার ত্রুটি করছেন না.... আমি সকল স্বপ্ন ভাংগার পক্ষ হতে আপনাকে সহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করব এ বিষয়টাকে একটু গুরুত্বসহকারে দেখুন, সমস্যার সমাধানে নিরলস কাজ করুন আর বাঙালী জাতির বিশ্বাস আছে পরিশ্রম বিপলে যায় না। আন্তরিক ধন্যবাদ ও এই সমস্যা সমাধানে সফলতা কামনা করছি!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.