লাইভ ওয়েব টিভি এর ব্লগ অটিজমের উপরে বিখ্যাত ওয়েবসাইট, গ্লোবাল অটিজম.অরগ (http://www.globalautism.org ), আগামী ২৫-২৬ জুলাই ২০১১ তারিখে অটিজমের উপরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনের লাইভ ওয়েবকাস্ট করবে। কমজগৎ টেকনোলজিস এই লাইভ ওয়েবকাস্টের সাপোর্ট দেবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট এণ্ড অটিজম ইন চিল্ড্রেন, ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিউএইচও) সমর্থিত অটিজম স্পিকস গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ এবং ডব্লিউএইচও এর দক্ষিণ এশিয় আঞ্চলিক অফিস “Autism Spectrum Disorders and Developmental Disabilities in Bangladesh and South Asia” নামক এই সম্মেলনের আয়োজন করেছে। আগামী ২৫ জুলাই ২০১১ তারিখ থেকে সম্মেলন শুরু হবে এবং ২৯ জুলাই ২০১১ পর্যন্ত চলবে। এই সম্মেলনে আরও থাকছে প্রফেশনাল ট্রেনিং সেশন, অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা সভা, শিক্ষা, বিভিন্ন সরকারী ও বেসরকারি উদ্যোগ এবং বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার অটিজম এবং প্রতিবন্ধীর উপরে গবেষণা পরিচালনা । অটিজম স্পিকস গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অটিজম বিজ্ঞান এবং অ্যাডভোকেসি সংস্থা। সংস্থাটি অটিজম এর উপরে সচেতনতা, এবং বিভিন্ন ধরণের গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানঃ রূপসী বাংলা হোটেল, ঢাকা, বাংলাদেশ সরাসরি দেখুনঃ http://www.globalautism.org বিস্তারিতঃ Click This Linkfollow us on facebook সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিদের মধ্যে অন্যতম হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, পাকিস্তানের ন্যাশনাল এসেম্বলির স্পিকার ফাহমিদা মির্জা, শ্রীলংকার ফাস্টলেডি শ্রীরনথি রাজাপাকশে, এবং মালদ্বীপের সেকেন্ড লেডি ইহাম হোসেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।