কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
জ্ঞানের ভান্ডার সীমিত তা যতই সীমিত হোক। কখনো আমার কারণে কষ্ট পায়নি কোন পাখি , কোন গাছ। আমার এই ছোট শহরে বেড়ে উঠেছি প্রকৃতির অবারিত ভালোবাসায়। নীল আকাশ সবুজ দিগন্ত। হাওরে বিদেশী পাখিদের কলকাকলী।
লাউয়াছড়ায় নির্জনতায় পুলকিত হতাম , ছিল অজানা প্রকৃতির হাতছানি। কৈশর যৌবন সব কেটেছে ছোট এই শহরে। প্রকৃতির লিলাভূমিকে আপন করে নিয়েছিলাম। খোল প্রান্তরে উড়েয়েছি ঘুড়ি। পৌষ ফাল্গনের ভর দুপরে পুকুরে করেছি স্নান।
সাইকেলে করে ঘুরে ফিরেছি বন জঙ্গল মাঠ।
উত্তাল উচ্ছাস হৈ হুল্লুর করলেও গাছের নাম ফুলের গন্ধ জানার আগ্রহ ছিল সব সময়। অপরিচিত গাছ গাছালীর নাম জানার আগ্রহ কখনোই কম ছিল না।
সেই লাউয়াছড়ায় আগামীকালকে সরকারের আয় বাড়ানোর লক্ষে টিকেট কাটা কর্মসূচি উদ্ভোধন হতে যাচ্ছে।
অনেকটা বার্লিন প্রাচীরের মতো, আমরা দূরে সরে যাবো।
লাউয়াছড়া থেকে। স্বাধীন ভাবে আর লাউয়াছড়ায় প্রবশে করতে পারবো না।
বড় কষ্ট লাগছে লাউয়াছড়া উদ্যান নষ্ট করার সরকারের নুতন উদ্যোগ।
যেখানে জনসাধারনের প্রবেশ নিষিধ্য করার কথা । সেখানে সরকারের প্রশ্রয়ে পর্যটন মন্ত্রনালয় এবং বনবিভাগ শিয়ালদের কাছে ছাগল বাগি দিচ্ছেন।
যা যথা সামান্য সরকারের রাজস্ব আয় বাড়বে কিন্তু ক্ষতি হয়ে যাবে কয়েকহাজার গুন। যা কোন অর্থ বিচারে বিবেচ্য নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।