আমাদের কথা খুঁজে নিন

   

গ্লোবাল ওয়ার্মিং এবং বাংলাদেশ !

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.

গ্লোবাল ওয়ার্মিং সম্মন্ধে আমরা সবাই কম বেশি জানি . মানুষের তৈরী শিল্প কারখানায় অতিরিক্ত তেল, গ্যাস এবং কিছু কার্বনের যথেচ্ছাচার ব্যবহারের ফলে বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাওয়ায় প্ৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে । যার ফল হচ্ছে মারাত্তক । প্রাকৃতিক র্দুযোগ যথা- বন্যা, খরা, সাইক্লোন, জলোচ্ছাস, ভূমিক্ম্প এর হার বেড়ে গেছে । বাংলাদেশ কিন্তু শিল্পোউন্নত দেশ নয় । গ্লোবাল ওয়ার্মিং এ বাংলাদেশের অবদান নাই বল্লেই চলে , কিন্তু ক্ষতির দিক দিয়ে থাকবে প্রথম সারির দিকে ।

ঘন ঘন সাইক্লোন আঘাত হানছে, বন্যা, খরা তো আছেই, সবথেকে মারাত্নক হলো দেশের অনেক এলাকা আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে তলিয়ে যাবে । বিষয়টা কত মারাত্নক এবং ভয়াবহ তা মনে হয় সবার বোধগম্যে এখনও আসেনি । যদি সত্যি সত্যি কিছু অংশ ডুবে যায় এবং এর ফলে যে ভয়াবহ ক্ষতি হবে তা থেকে উত্তরণের কি উপায় আছে বা কিভাবে ক্ষতিটা যথাসম্ভব কমিয়ে আনা যায় , তা নিয়ে সবার মাথা ঘামানো উচিত এবং পরিকল্পণা গ্রহন করে যত দ্রুত সম্ভব কাজে নেমে পড়া উচিত । বাংলাদেশ এমনিতেই গরিব দেশ, ছোট দেশ আবার জনসংখ্যা বেশী । সমস্যার শেষ নেই ।

তার উপর এটা তো একেবারে মরার উপর খাড়ার ঘা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.