আমাদের কথা খুঁজে নিন

   

গ্লোবাল ওয়ার্নিং!!

স্মৃতিচারণ ও এলোমেলো ভাবনা। বেশিরভাগই জগাখিচুড়ি।

অতি সম্প্রতি ন্যাশনাল স্নো এন্ড আইস ডেটা সেন্টার (এন এস আই ডি সি), কলোরাডো, ইউ এস এ থেকে প্রকাশিত প্রেস রিলিজে বলা হয়েছে যে অনুমিত সময়ের ৩০ বছর আগেই আর্কটিকের সমস্ত বরফ গলে যেতে পারে। এখানে উল্লেখ্য যে, পূর্ববর্তী গবেষণা থেকে ধারণা করা হয়েছিল যে ২০৫০ থেকে ২১০০ সালের মাঝে আর্কটিকের বরফ গলে যাবে। কিন্তু সাম্প্রতিক এই হিসাব থেকে জানা গেছে সম্পূর্ণ বরফ গলে যেতে ২০২০ থেকে ২০৭০ সালই যথেষ্ঠ সময়।

আর সবচেয়ে বেশি উদ্বেগের কথা হলো বরফ গলে যাওয়ার হার প্রতি বছর বেড়ে চলেছে। আর্কটিক আমাদের জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এর উপস্হিতির কারণে পৃথিবীতে আসা সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এভাবে পৃথিবীর জলবায়ুর উপর আর্কটিক প্রভাব রেখে চলছে। এই বিশাল বরফ খন্ডের অনুপস্হিতিতে পানি ও স্হলভাগ সূর্যের তাপ শোষণ করবে।

ফলাফল: পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর সমস্ত দেশেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে বিগত কয়েক বছরে। তাই অনাগত বিপদসঙ্কুল দিনগুলোতে নিজের অস্তিত্ব বজায় রাখা মানবজাতির জন্য হবে এক বিশাল চ্যালেন্ঞ্জ। সূত্র: [wjsK=http://nsidc.org/news/press/20070430_StroeveGRL.html ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.