রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা ইউএনও কার্যালয় অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন।
তবে ইউএনও সুব্রত পাল অভিযোগ অস্বীকার করেছেন।
সমাবেশে বক্তরা বলেন, গত দুমাস ধরে তারা ইউএনওর দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন করছেন। এ ব্যাপারে তারা ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করে তার হস্তক্ষেপ কামনা করেছেন।
এছাড়া জেলা প্রশাসক বরাবরেও স্মারকলিপি দেয়া হয়েছে।
কিন্তু সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় দুমাস ধরে ইউনিয়ন পরিষদের নানা কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছৈ।
ইউপি চেয়ারম্যানরা দুদিনের মধ্যে ইউএনওকে সরিয়ে নেয়ার আল্টিমেটাম দেন প্রশাসনকে।
সমাবেশে বক্তব্য দেন মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. নুরুল হুদা, বিন্নাটির চেয়ারম্যান শফিকুল ইসলাম, মারিয়ার চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ, চৌদ্দশতর চেয়ারম্যান আবদুল করিম ও লতিবাবাদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
ইউএনও সুব্রত পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুয়েকজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির কারণে তদন্ত চলছে। তাই তারা এ ধরনের বিরোধিতা করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।