বন্ধু প্রতিদিন কিশোরগঞ্জ জেলা কমিটি ও মানবাধিকার নাট্য পরিষদের যৌথ উদ্যোগে সম্প্রতি সরকারি গুরুদয়াল কলেজ মাঠে এক প্রাণবন্ত আড্ডার আয়োজন করা হয়। আর্থ-সামাজিক অবস্থা, নারী উন্নয়ন থেকে শুরু করে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিও আড্ডায় আলোচিত হয়। উচ্চারিত হয় মুক্তকণ্ঠ। পাশাপাশি যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষার বিষয় নিয়েও কেউ কেউ আলোচনা করেন। আড্ডা ও আলোচনায় অংশ নেন মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি ও বন্ধু প্রতিদিন কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক হারুন-আল-রশিদ, আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি অপূর্ব দাস, আইন ও সালিশ কেন্দ্রের কর্মী মাহমুদা আক্তার মুনি্ন, সরকারি গুরুদয়াল কলেজ শাখার বন্ধু সভাপতি সামছুল আলম অনন্ত, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, দফতর সম্পাদক সুবর্ণা, রকি, শামিমা আক্তার, জাকিয়া, তৃষা, মোবাশ্বেরা, আকলিমা রশীদ, আবুল বাশার, ছড়াকার র. ম. পাশা, জিয়া রহমান, জাবিদ, শাহ নূর মোহাম্মদ। * সাইফউদ্দীন আহমেদ লেনিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।