আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরগঞ্জ তো দেশ চালাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিশোরগঞ্জের লোকেরা দেশ চালাচ্ছেন আর তিনি গোপালগঞ্জের মানুষ হয়ে জোগান দিয়ে যাচ্ছেন। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কিশোরগঞ্জ তো দেশ চালাচ্ছে। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, আপনি (স্পিকার), স্থানীয় সরকার মন্ত্রী সবাই কিশোরগঞ্জের। আপনারাই তো দেশ চালাচ্ছেন। আমি গোপালগঞ্জবাসী, জোগান দিয়ে যাচ্ছি।

” সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান যাদের গ্রামে কোনো জায়গা নেই তাদের এক একর করে জায়গা দেয়া যায় কি না। প্রধানমন্ত্রী জবাব দেয়ার আগেই স্পিকার বলেন, “মাননীয় সংসদ সদস্য আমার হাওড় এলাকায় আসলে আমি পাঁচ একর জায়গা দিয়ে দেব। ” এরপর প্রধানমন্ত্রী বলেন, “মাননীয় সংসদ সদস্য গ্রামে যেতে চান। আমরা বিভিন্ন জেলায় আবাসিক প্রকল্প গড়ে তোলার ব্যবস্থা নিয়েছি। আমরা ইউনিয়ন এবং উপজেলায় আবাসন প্রকল্প গড়ে তুলব।

ইউনিয়নে নাগরিক সুবিধা সম্পন্ন আবাসিক এলাকা গড়ে তোলার চিন্তা আমাদের আছে। ” এ পর্যায়ে স্পিকার আবার বলেন, “আমি এই সংসদের সকল সংসদ সদস্যকে আমার এলাকায় আসার আহবান জানাই। সকলকে পাঁচ করে জায়গা দেব- আল্লাহর ওয়াস্তে যদি বসবাস করেন। ” এরপরই প্রধানমন্ত্রী বলেন, “কিশোরগঞ্জ তো দেশ চালাচ্ছে। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, আপনি (স্পিকার), স্থানীয় সরকার মন্ত্রী সবাই কিশোরগঞ্জের।

আপনারাই তো দেশ চালাচ্ছেন। আমি গোপালগঞ্জবাসী জোগান দিয়ে যাচ্ছি। ” আর আমিও কিশোরগঞ্জের ছেলে তাই প্রধানমন্ত্রীর এই বক্তব্য আপনাদের সাথে শেয়ার করলাম।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.