অতপর আমিও তোমার মুখোমুখি হয়ে হারিয়ে যাই জুয়ার রাজ্যে প্রসন্ন প্রহরগুলো আগের মতো আমার হয়ে ধরা দেয়না এখানে নতজানু প্রেম অথবা মানবিক আবেগ কিছুই তোমার ভাবায় না মোনালিসা হয়ে জন্ম নাও বারবার অযাচিত অন্তর অসুস্থ এ নগরে। না শুনতে হাপিত্যেশ আমরা সারাবেলা কাটে প্রাণহীন তবুও তুমি বেদনায় মুখর বিষণœ মানস খেলারাম হয়ে সভ্যতা, প্রেম ও ভাললাগা তোমাদেরই সৃষ্টি আবার না মানা কে হায় বারবার প্রতারিত হতে ব্যগ্র হয় নাটকের শেষ প্রান্তে? শূণ্যতার মাঝে বসবাস করে পূণ্যতার আশা পাপ কেউ বলে প্রেম নেই, কেউ বলে প্রেমিক তোমাদের এই বিতর্কিত আড্ডায় সব কিছু বখে যায় সময়ের মতো তবুও থামেনা রসহীন কবির অজস্র বিপরীত ¯্রােত যাতায়াত। মিছে অভিমান আর মিছে মায়া কী একই অর্থ ধারণ করে? তবুও জীবনানন্দের প্রকৃতিবাদী কবিতারা থেমে নেই দিবানিশি মোনালিসা সময় ও কিওপেট্রা মন হেটে চলে দোলাচল মহাকাব্যে প্রহসন আজ জীবনসম অযাচিত দু:স্বপ্নের মাঝামাঝি কবিতায় বসবাস।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।