আমাদের কথা খুঁজে নিন

   

মোনালিসা

/

আমি আসলে কি চেয়েছিলাম ? কি মনে করিয়ে দিতে চায় বিকেল প্রপাতে কি উড়ছে উষ্ণ ধোয়ার বুদবুদ ! জলজ অববাহিকায় খরতার শোকদাগ ! নায়াগ্রার অশ্বক্ষুর গেল কি ভেঙ্গে ! তবে কেন এই তাড়না ! ঝরঝরে রাতদের দিন ! সন্ধ্যা নামলে সারা আকাশ জুড়ে নামে মোনালিসা পৃথিবীর সিঁদুরে রং লেপ্টে যায় রাতের চুলের ভেতর। প্রাণের অন্ধকার তবে এই চায় ! জন্মাবধি আসক্তক সেবন ! এমন মদিরা ঢেলেছ মোনালিসা, যতবার থাকি চেয়ে কোনদিন তোমারে দেখি নাই, নকল প্রচ্ছদের তুলি কেটেছে এধার ওধার। আমি সবিস্ময়ে লাফিয়ে উঠেছি আমার ভেতর ভিতরে কিছু নাই সাদা কাঠসম উসার অসার। সন্ধ্যা হতভম্ব হয়ে নেমেছিল বাদুড়ের হাক ডাকে কালো ডানা ঝুড়ি ভরে দিল ভতর্সনা আমার ত্রাহি চিতকারে ধানচোর ইঁদুরটা বের হল কেউকেটা মোরগাটা মাথা উঁচিয়ে খোপে গেল। তবে এই আমি ! সংসারে একটা নাম বটে যতদিন বেঁচে আছি, সংখ্যার সহজ ধারাপাত অতঃপর শেষ ! চার হাত পা সোজা হওয়া চিতপাত।

তাহলে বারবার কেন জেগে উঠি ক্ষুধার্ত পেটের মাতমে ? কেন স্বপ্নের মধ্যে বারবার ঘুরে আসে পরজীবী স্বর্ণলতা ? সন্ধ্যার সব রঙ মেখে অন্ধকার আড়াল করে দাঁড়ায় মোনালিসা। একটা অপরূপ তুলি। বিভুষিত। নিসর্গের চোখ। লিওনার্দো ।

বিখ্যাত। লিওনার্দো আরেক বার আঁচড়ের দাগ দাও পুড়ে যাওয়া আত্বার ছাই তুলিতে লাগিয়ে শিল্পিত কর আমায় জ্যোস্নার কাগজে। মহাকালের অমাবস্যা জোস্নার টিপ পড়ে পাড়ি দেই অখ্যাত আমি, পরজীবী বলে গালি দেও, তবু বেঁচে রই !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।