যদি কোনদিন দিগন্তের ওপরে মাথা তুলে দাঁড়াতে পারি, তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে যাব ভোর হলে তবু উঠি উঠি করে আলো আকাশের তবু কাটে অন্ধতা ধীরে আমরা যেখানে নোঙর করেছি স্থির এখানে সকাল কখনো আসেনা ফিরে এখানে বাতাসে ফুলের সুরভি নেই সারাদিন শুধু বেসুরো বৃষ্টি ঝরে পাখিদের ডাকে ক্ষুধার মিনতি শুনি কবিরা এখানে ভাষার ব্যাবসা করে এখানে ফাগুন উত্তাপে পোড়ে মাটি জীবন এখানে টাকার বদলে কেনা ভালবাসা মানে শরীরের ঘরে পাপ নারীতে পুরুষে আর্থিক লেনাদেনা এখানে নদীর জোয়ারে মিশেছে পাপ মেঘের কুয়াশা ঢেকেছে চঁাদের হাসি বাতাসের স্বরে ভয়াতুর কানাকানি আমরা এখানে সংকোচ ভালবাসি আমাদের কাজে প্রতিযোগিতার ঘোর আমাদের কাজে লাভের অন্ধ নেশা ঘরে পুজি করি হিংসা এবং ঘৃণা সে পুজি খাটিয়ে গড়ি অসুরের পেশা কে তুমি এসেছ এ অনুর্বর জমি চষে বুনে যাবে শুচি মানুষের বীজ দুরে চলে যাও- এখানে আমরা সুখি এটুকু ফারাক- সুখগুলো নিজ নিজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।