আমাদের কথা খুঁজে নিন

   

পার্থিব



বইটা পড়তে শুরু করেছিলাম মনে হয় গত বছর। ১৫/১৬ চেপ্টার পড়ার পর পড়ার জন্যেই নিয়ে গেল আব্বু। আরে বাবা (literally), তোমার কাছে তো আরেকজনের কপি ছিলো! ওটা ফেরত দিয়ে আমারটা নিয়ে টানাটানি কেন? আসলে আমারতো না। আমার ফুপাতো বোনের। আমাদের বাসায় ফেলে গেছে।

মনে হয় ইচ্ছা করেই। তার ফেলে যাওয়া আরেকটা বই আছে - শিব্রাম চক্রবর্তির বই। নাম ভুলে গিয়েছি। রচনাসমগ্র মনে হয়। বইটার কথা তোলার উদ্দেস্য - সন্ধাবতিকে যদি বইটা দিয়ে থাকি, প্লিজ মনে করিয়ে দিও।

বইটা খুজতে খুজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইমাত্র খেয়াল করলাম - এই ঘোড়ার ডিমের দেশে থেকে বাংলা বলার সময় কতো যে ইংরেজি ব্যবহার করা হয় তা এই ব্লগে লিখে বুঝতে পারছি। এবার আমি যাই আরামে ঘুমাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।