আমলের পার্থিব ফলাফল* ألحمد لله رب العالمين. والعاقبة للمتقين. والصلاة والسلام على رسوله الكريم. وعلى آله وأصحابه أجمعين. أما بعد! একটি মালফূযে হযরত থানবী রহ.বলেন:--- ‘নেক আমলের মধ্যে নগদ উপকার রয়েছে, শুধু বাকী নয়। হ্যাঁ একটি উপকার বাকী থাকে, তাহলো- সওয়াব এবং এর সাথে আরেকটি নগদ জিনিসও আছে। তা হলো, আশা এবং আল্লাহ তআলার সাথে সম্পর্কহওয়া। নেক আমল ছাড়া যা লাভ হয় না। এমনিভাবে বদ আমলেরও একটি ফল বাকী থাকে, আরেকটি থাকে নগদ। বাকী হলো, জাহান্নামের আযাব, আর নগদ হলো, ভীতি, অন্ধকার ও অস্থিরতা, যা গোনাহের অবশ্যম্ভাবী ফল।’ ---আনফাসে ঈসা- ২০৫ ( হযরত মাওলানা জালালুদ্দিন সাহেবের বই "ইসলামী আকীদা-বিশ্বাস ২" হতে নেয়া ) http://www.maktabatulashraf.net/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।