আমাদের কথা খুঁজে নিন

   

পার্থিব

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

কল্পলোকের মানুষগুলোর অল্প কিছু গল্প শুনে সল্পে অসন্তুষ্ট মনে, জল্পনাতে করছি বাস। উপহারের সমাহার আর দেহের আহার, মনের প্রহার সর্বহারা খর্বচোখে দেখছি নিজের সর্বনাশ। অন্তহীনের অন্তরালে সন্তর্পণে কোন আড়ালে শরীরের সমান্তরালে মর্ত্যমাঝে নরকবাস ! শুদ্ধ হওয়ার যুদ্ধে নেমে রুদ্ধ পথে আটকে থেমে, ক্ষুদ্ধ দেহের প্রাচীন প্রেমে বদ্ধ মনের জ্যান্ত লাশ। হাজার লোকে লক্ষ শোকে আপন পথেই ঘুরছে ঝোঁকে, পোকায় খাওয়া ধোকার জীবন বোকারা সব পিটছে তাস। সন্দেহ আর দ্বন্দের ভয়ে ছন্দপতন তালে-লয়ে; মন্দ আলোয় অন্ধ হয়ে করছি চরম উপহাস....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।