ওলি জনস্বার্থ বিষয়ক মামলা (Public Interest Litigation) দায়েরের মাধ্যমে পরিবেশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড আদালতের গোচরে আনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি যা সংক্ষেপে বেলা নামে পরিচিত। পরিবেশবাদীদের বিভিন্নমুখী তংপরতা সত্ত্বেও বাংলাদেশে পরিবেশ-ধ্বংশকারীদের তংপরতা কিন্তু থেমে নেই। আজকে দি ডেইলি স্টারে আমার এ বিষয়ক একটি লেখা ছাপা হয়েছে:
Click This Link
পরিবেশ-বিষয়ক কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিকভাবে নন্দিত বেলা এবং বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। আন্তর্জাতিক স্বীকৃতি পেলে কি হবে? ব্যবসায়িক স্বার্থে আঘাত লাগায় তাদের পেছনে লেগেছে বসুন্ধরা গ্রুপ। আপনারা হয়তো অনেকেই দেখেছেন বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকায় বেলা এবং বেলার নির্বাহীর বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন ছাপিয়েছে।
সরকার ঢাকা শহরের ডিটেইলড এরিয়া প্ল্যান যা সংক্ষেপে ড্যাপ নামে পরিচিত তা প্রণয়নের উদ্যোগ নিলে বসুন্ধরা গ্রুপ আদাজল খেয়ে পেছনে লাগে। এ বিষয়ে বসুন্ধরা গ্রুপের মালিকের সাথে মন্ত্রীর বচসার চিত্র টেলিভিশনের বদৌলতে অনেকের দেখার সৌভাগ্য হয়েছে। সংগত কারণেই বেলার অবস্থান ছিল ড্যাপের পক্ষে। সরকার ড্যাপ প্রণয়নের পক্ষে অবস্থান নিলে বসুন্ধরা গ্রুপ মর্মজ্বালায় ভোগে। নিদারুণ মর্মজ্বালায় ড্যাপের পক্ষে অবস্থান নেয়া এনজিও, পরিবেশবাদী এবং সিভিল সোসাইটির প্রতি দারূণ খড়গহস্ত বসুন্ধরা গ্রুপ।
পরিবেশ রক্ষায় সকলের সমবেত চেষ্টা অত্যন্ত জরূরী। অধিক জনসংখ্যার এই ছোট্র দেশ জলবায়ৃ পরিবর্তনের ফলে সবচেয়ে বেশী ক্ষতির শিকার হবে বলে বিজ্ঞানীরা ইতোমধ্যে আশংকা প্রকাশ করেছেন। স্বার্থান্বেষী মহলের রক্ষচক্ষু উপেক্ষা করে নিজ নিজ অবস্থানে থেকে পরিবেশবিনাশী প্রচেষ্টাকে প্রতিরোধ করা এখন সময়ের দাবী।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।