আমাদের কথা খুঁজে নিন

   

বোমা বিস্ফোরণে তছনছ নরওয়ের সরকারের প্রধান সদর দফতর

ঢাকা নিউজ24ডটকম,(২২ জুলাই ২০১১) বোমা বিস্ফোরণে তছনছ হয়ে গেছে অসলোতে অবস্থিত নরওয়ে সরকারের প্রধান সদর দফতর । নরওয়ের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে এ বিস্ফোরণ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রীর অফিস সহ জ্বালানি মন্ত্রীর অফিস ধ্বংসস্তূপে পরিণত হয়। ভবনের সকল কাগজ পত্র ও দরজা জানালা রাস্তায় পড়ে আছে। বিস্ফোরণে ৭ জন নিহত ও ১৫ জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বোমা হামলা সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ বিস্ফোরণ স্থল ঘিরে রেখেছে। আরো বিস্ফোরণ ঘটতে পারে এমন আশংকায় লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিস্ফোরণের সময় নরওয়ের প্রধানমন্ত্রী অফিসে ছিলেন না বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। সরকারের সকল মন্ত্রীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে নরওয়ে সরকারের মুখপাত্র।

বিস্ফোরণের পরপর নরওয়ের প্রধান প্রধান সড়ক যে গুলো রাজধানীর কেন্দ্রস্থলের দিকে গেছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নরওয়ের একটি বেসরকারি মিডিয়া বলছে একজন লোককে ঘটনাস্থলে এলোপাথাড়ি গুলি ছুড়তে দেখা গেছে। কিন্ত এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি বলে বিবিসি খবরে বলা হয়। বিস্ফোরণের কারণ বোমা । অসলো পুলিশ তা নিশ্চিত হয়েছে।

পুলিশ ধারণা করছে এরকম আরো কয়েকটি বিস্ফোরণ হতে পারে। তাই সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া সাধারণ লোক ও সংবাদ কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বোমা বিশেষজ্ঞরা এরই মধ্যে ঘটনাস্থলে এসে পড়েছে। তারা বোমার নমুনা সংগ্রহ করছে। বিস্ফোরণে সরকারি ভবনের ২১ তলার বেশির ভাগ জানালা উড়ে গেছে।

অফিসের সকল কাগজ পত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চারিদিকে ধোয়ার সৃষ্টি হয়েছে। সরকারি দফতরের আশে পাশে যেসব প্রতিষ্ঠান ছিলো সেগুলো ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে নরওয়ের শীর্ষ সংবাদপত্র অফিস এনটিভি। বিস্ফোরণের সাথে সাথে সাইরেন বাজিয়ে এনটিভি অফিস থেকে সকল কর্মচারীকে বাইরে বের করে আনা হয়।

বিস্ফোরণের আহত কয়েকজনকে ভবন থেকে বের হয়ে যেতে দেখা গেছে। সূত্র, এপি বিবিসি, রয়টার্স। ভাষান্তর সুমন দত্ত। http://dhakanews24.com/?p=44414 ঢাকানিউজ24ডটকম/এসডি. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।