স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. গত এক ঘন্টা ধরে একটা কভার লেটার লেখার চেষ্টা করছিলাম কিন্তু পারছি না..কিছুতেই মন বসাতে পারছি না লেখাতে.. মন আমার দূরে কোথায় কোথায় যেন চলে যাচ্ছে..অনেক কিছু ভাবতে ইচ্ছা করছিলো..আবার এও মনে হচ্ছে যে আমি মামূলী মানুষ..আমার মাথায় এমন জটিল বিষয় হয়তো ঢুকবেই না...হয়তো এই জন্য এখনো বুঝি নি আসলে ভালোবাসা কারে কয়..? আজ শোশমিতা আপুর ভালোবাসা মানে কি পড়লাম কিংবা মেঘদূতের মেঘের চিঠি র কথাই ধরি না কেন..সব কিছুর মধ্যে কেমন একটা গোপন কষ্ট অনুভব করি...তবে কি ভালোবাসা মানে শুধু কষ্ট? কিংবা বেদনা? হবে হয়তো! হয়তো বা উল্টোটা। প্যারহ্যাপস...ভালোবাসা বলতে আসলে কিছু নেই..এ শুধু আমাদের কল্পনা..একটা অনুভূতিকে বেশি পাত্তা দেয়া...দিতে দিতে মাথায় তোলা..তারপর সারা দিন শুধু ঐ একটি মানুষ নিয়েই যত ভাবনা..আর তারপর...তারপর..বিয়ে করে আপন জন সব ফেলে চলে যাওয়া অন্য কারো ঘরে..এত দিনের চেনা জানা সব কিছু ছেরে দেয়া অন্য কারো জন্য! কি দরকার? রাত ১ টা বেজে ১২ মিনিট আর এখন আমার চকলেট খেছে ইচ্ছা করছে রাতে কিছু খাওয়া হয়নি অবশ্য । এক মিনিট ফ্রিজ থেকে নিয়ে আসছি..তার পর আবার চিন্তার ডালপালা গুলোকে মেলে ধরা যাবে -------------------------------------------------- মাঝরাতে একা একা উঠে গিয়ে চকলেট খাবার মজাই আলাদা :-) আচ্ছা এই কাজ কি করা যাবে যখন কোনো মেয়ের বিয়ে হবে? শ্বশুর বাড়ির লোকজন জানতে পারলে হয়তো মনে করবে মেয়ের মাথা খারাপ! আমরা কে কথায় কোন ঘরে জন্ম নেব এটা আমাদের হাতে নেই কিন্তু জন্মাবার পর প্রতিটা মানুষ নিজের নিজের পরিবাবের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়...সেই চেনা মানুষ গুলোকে সাথে নিয়ে প্রত্যেকের একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায়..যেমন আমি যেভাবে প্রতি রাতে তুলতুলাকে না বিরক্ত করে ঘুমাতে পারি না কিংবা সকাল বেলা আব্বু চা গরম করে না এনে দিলে ভালো লাগে না ..কিংবা রাত দুপুরে একা একা কিচেনে গিয়ে আইস ক্রিম বা চকলেট খাওয়া..যাই বলি না কেন.. এই সব ছোট এবং বড় অনেক কিছু কে সেকরিফাইস করে কেন একজন মেয়েকে অন্য কথাও গিয়ে সববাস করতে হয় সারা জীবনের জন্য? যেতেই যদি হবে তবে এত দেরি কেন..জন্মের পরপর ই কেন বিয়ে দিয়ে দেয় না? ..তাহলে তো আর কোনো মেয়ের এমন আমার মত অদ্ভুত ভাবনা মাথায় আসতো না..এমন না যে আমি কাল বাদে পরশু বিয়ে করছি..কিন্তু কেমন করে যেন ভালোবাসা নিয়ে ভাবতে ভাবতে বিয়ে তে চলে এলাম..ভাবনার ট্রেনের কোনো ঠিক ঠিকানা নেই.. কখন কোথায় গিয়ে থামবে কে জানে..তার চেয়ে আমি বরং যাই ঘুমাই গিয়ে.. একটা কাজের কাজ হবে এ্যাটলিস্ট :-)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।