সুমন চট্টোপ্যাধায় কে লেখা গান
মাঝরাতের আগন্তুক,
তোমার সামনে খুলে দিয়েছি রাতের দরজা
দ্যাখো সেখানে পড়ে আছে এক ভিখেরীর লাশ
আমার এই গান অসহায় হয়ে তার পেটে গড়েছে আবাস
আর রাষ্ট্র অবাধ গনতন্ত্রের আশায়
সেই পেটে লাথি মেরে বলে " সাবাস, সাবাস "।
মাঝরাতের আগন্তুক,
তোমার সামনে মেলে দিয়েছি রাতের আকাশ
দ্যাখো সেখানে ধোয়ায় ঢাকা এক পরীর নিঃশ্বাস
আমার এই গান কিছু না করতে পেরে তার ডানায় লুকায়
আর রাষ্ট্র অবাধ প্রগতির রুপকথায়
সেই ডানা পুড়িয়ে দিয়ে বলে "সাবাস, সাবাস"।
মাঝরাতের আগন্তুক,
তুমি কি এখন খুনী হবে
নাকি হবে শিশুদের যম ?
তুমি কি হবে রাষ্ট্রদোহী
নাকি প্রগতির পায়ের কাছের কুড়াল ??
মাঝরাতের আগন্তুক,
তোমার সামনে মেলে ধরেছি মানুষের পুরাণ
দ্যাখো সেখানে মানুষের চোখে মানুষই সন্ত্রাস
তোমার সেই পুরোন প্রেম অসহায় হয়ে তাদের চোখে আজ ভীত সুর্যোদয়
আর পৃথিবী অবাধ ধ্বংসের নেশায়
সেই চোখ উপড়িয়ে ফেলে বলে "সাবাস , সাবাস "
মাঝরাতের আগন্তুক,
তোমার সামনে খুলে দিয়েছি আমার ক্ষুধার নগ্নতা
দ্যাখো সেখানে কাঁদছে এক কুৎসিৎ ক্রীতদাস
তোমার এই পালিয়ে থাকা জন্মদোষ হয়ে তাদের শরীরে শেকলের অলঙ্কার
আর সময় পুঁজির লড়াইয়ে বিজয়ী ব্যাক্তির খোঁজে
শেকলে মোড়ানো মানুষকে সাগরের গভীরে ছুড়ে ফেলে দিয়ে বলে " সাবাস,সাবাস"
মাঝরাতের আগন্তুক,
তুমি কি এখনো আগুন্তুকই থাকবে
তুমি কি থাকবে নিজের মাংস প্রিয় খেকো ?
নাকি মানুষের রক্তে সব পথ ডুবে গেলে
তুমি মাতাল হয়ে বলবে " মানুষের ইতিহাস ছিল রাতের ইতিহাস আর রক্ত ছিল তাদের গ্লাসের প্রিয় মদ " ???
মাঝরাতের আগন্তুক,
তুমি হও দিনের আলো চাষ করা কৃষক
তুমি হও শিশুর হাতের মেঘ আঁকার আকাশ
তুমি হও নীল জলে প্রেমিক প্রেমিকার সাতার
তুমি হও সবার মুখের ভাজ়ে সেই পরীর হাসি
যে হাসির অবাধ সাগরের কাছে
এই বর্তমান সময়ের পৃথিবী এক ভ্যাবাচ্যাকা খাওয়া ভীত মুমুর্ষ আগন্তুক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।