আমাদের কথা খুঁজে নিন

   

মাঝরাতের একা মেয়েটি

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! মেয়েটিকে রাস্তার পাশে এভাবে দাড়িয়ে থাকতে দেখে একটু অবাকই হতে হল ! ঘড়িতে সময় দেখলাম । রাত প্রায় ১১টার কিছু বেশি বাজে । এই সময়ে একটা মেয়ে এভাবে এখানে দাড়িয়ে আছে ! একটু বেমানান দৃশ্য ! অবশ্য মিন্টু রোডের এই দিকে সব ভিআইপি দের বসবাস ! কিন্তু মেয়েটি যেখানে দাড়িয়ে আছে সেই জায়গা টা একটু নির্জন ! কোন মেয়ে যদি মিন্টু রোডের বাংলো গুলো থেকে রাতের বেলা হাটতেও আসে আমার মনে হয় না মেয়েটা একা একা এতো দুর আসবে ! তবুও আমার কাছে খটকা লাগতো না ! লাগছে কয়েকটা কারনে ! প্রথম কারনটা হল এখন বাইরে খুবই ঠান্ডা ! এই ঠান্ডার সময়ে কেউ বিশেষ করে কোন মেয়ে একা একা নৈশ ভ্রমনে বের হবে এটা ভাবতেই একটু যেন কেমন লাগে ! আমি বের হয়েছি পেটের দায়ে ! তবে আজকে সত্যিই টিউশনী থেকে বের হতে হতে একটু দেরীই হয়ে গেছে ! অন্যান্য দিন দশটার ভিতরেই বের হয়ে যাই । কিন্তু আজকে এগারোটা বেজেই গেল ! আন্টি কিছুতেই না খাইয়ে ছাড়লেন না ! দুই নাম্বার যে বিষয়টা আমাকে যেটা অবাক লাগছে সেটা হল মেয়েটার পায়ের কাছে একটা ব্যাগ রাখা ! মেয়েটি বার বার এদিক ওদিক দেখছে । কারো আসার অপেক্ষা করছে মনে হয় ! আমার সব থেকে খটকা লাগলো এই বড় সাইজের ব্যাগটা দেখে ! এই ব্যাগ নিয়ে কোন মেয়ে নিশ্চই রাতে হাওয়া খেতে বের হবে না ।

আর একটা ব্যাপার আমাকে অবাক লাগছে সেটা হল মেয়েটার পোষাক ! মেয়েটি একটা লং কামজ পরেছে ! নীল রংয়ের মনে হয় ! তার উপরে সাদা সোয়েটার আর সাদা মাফলার ! সাথে জিন্স ! কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটার লং কামিজ টা কেমন জানি বেমানান মনে হচ্ছে ! আজকাল এই রকম কামিজ দেখাই যায় না ! এখন সে লং কামিজ উঠছে সেটার থেকে এটা একবারেই ভিন্ন ! আমার মনে পরে যখন আমি স্কুলে পড়তাম আমার আন্টিরা ঠিক এই রকম কামিজ পরত ! কিন্তু এই মেয়ে এই রকম কামিজ পরে আছে কেন ? এমন কি মেয়েটি যেই জিন্স টি পরে আসে সেই টাইপের জিন্সও মেয়েরা পরে না ! আসলেই এই মেয়েটার পোষাক পরিচ্ছেদ কেমন ওল্ড ফ্যাশান ! সব কিছু মিলিয়ে মেয়েটি আমার দৃষ্টি আকর্ষনে সমর্থ্য হয়েছে । এখন আমার কি করা উচিৎ ? মেয়েটির কাছে গিয়ে কথা কি বলবো ? বয়সে আমার সমানই মনে হয় ! কিংবা একটু বড় তবুও মেয়েটার কাছে গিয়ে কিছু জানতে চাওয় উচিৎ ! অথবা কোন কিছু না ভেবে চলে যাই নিজের রাস্তায় । কি দরকার ঝামেলা ! কিন্তু সমস্যা একটা আছে ! আজকে যদি এই ভাবে চলে যাই তাহলে রাতে বাসায় গিয়ে কিছুতেই শান্তি পাবো না ! বার বার মেয়েটির চিন্তিত মুখে কারো জন্য অপেক্ষা করা চেহারাটা মন পড়বে ! এইটা একটা অশান্তির ব্যপার ! আমি আস্তে আস্তে মেয়েটির দিকে এগিয়ে গেলাম ! মেয়েটি তখনও রাস্তার দিকে তাকিয়েই আছে । আমি যে পাশে গিয়ে দাড়িয়েছি মেয়েটি তা লক্ষ্যই করে নাই ! আমি একটু গলা খায়ের দিলাম ! মেয়েটির কোন ভ্রুক্ষএপ নাই ! আশ্চার্য ফাজিল মেয়ে ! আমি একটা ভালা পুলা নিজে আইছি উপকার করটে কিন্তু সে আছে নিজের ভাব নিয়ে ! কিন্তু তা হবে না ! আমি উপকার করবই !! আমি এবার বললাম -এখানে এতো রাতে এভাবে দাড়িয়ে থাকা ঠিক না ! আমি এবার ভেবেছিলাম মেয়েটা আমার দিকে তাকাবে ! বলবে দেখুন না একটু বিপদে পড়েছি ! সেই কতক্ষন ধরে এখানে দাড়িয়ে আছি কিন্তু কোন যানবাহনই আসছে না ! কিন্তু এবারও মেয়েটা আমার দিকে ফিরেও তাকালো না ! এমন একটা ভাব যেন আমি এখানে নেই ! আমার কথা মেয়েটার কানেই ঢুকছে না ! কি এতো বড় অপমান !! আমি হইলাম বলকার (ব্লগার) অপু তানভীর আমাকে অপমান !! উপকারের ক্ষ্যাতাপুরি !! আমার মনে হল এখানে দাড়িয়ে থাকার আর কোন মানে হয় না ! আমি হাটা দিতে যাবো তখনই মেয়েটা বলে উঠলো -রাত বিরাতে এভাবে মেয়েদের উপকার করতে যাবেন না সাহেব ! বিপদে পড়বেন ! আমি কিছুক্ষন জন্য যেন থেমে গেলাম ! প্রথমে মনে হল এইটা কি হল ? কেউ কি কিছু বলল ? এই মেয়েটা কি কিছু বলল ? কোন মেয়ের গলার আওয়াজ কি এই রকম হতে পারে ? আমার তখন আর কোন কথা মনে হল না ! কেমন হল এই খানে কোনকিছু একটা যেন ঠিক নাই ! কোথাও বড় রকমের একটা গন্ডগোল আছে ! পুরা রোডটার দিকে আমি ভাল করে তাকালাম ! নিয়ন লাইট গুলোই কেবল দাড়িয়ে আছে লম্বা পথটা জুড়ে । আর দাড়িয়ে আছে মেয়েটা ! সাথে আমি ! মেয়েটার থেকে আমি প্রায় ছয় সাত হাত দুরে দাড়িয়ে ! কিন্তু মেয়েটা যখন আমাকে কথাটা বলল আমার মনে হল যেন মেয়াটা ঠিক আমার কানের কাছে দাড়িয়ে আছে ! শিরশিরে একটা অনুভুতি আমার সারা শরীর দিয়ে প্রবাহিত হল ! আমার মন বলছে এখান থেকে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় ততই ভাল কিন্তু ব্রেন সেই অস্বস্তিকর ব্যাপারটা ধরতে চাইছে ! আমি কিছু ভাবতে যাবো ঠিক তখনই আমার একটা ব্যাপার খটকা লাগলো ! আমি আরে মেয়েটির........ আমি আমার চিন্তাটা ঠিক মত শেষও করতে পারলাম না আবারও সেই কন্ঠস্বর শুনতে পেলাম ! -এখানে দাড়িয়ে থাকেবন না ! এবার মেয়েটির কন্ঠে কেমন একটা রাগের ছোয়া পেলাম ! না ভাই আমার উপকার করার দরকার নাই ! আমি এখান থেকে এখনই বিদাই নেই ! কিছুদুর যেতে আমি একটা যান বাহনের আওয়াজ পেলাম ! এদিকেই আসছে ! আমার ধারনা ঠিক করে দিয়ে সিএনজিটা আমার পাশ দিয়ে চলে গেল ! আমি আবার মেয়েটার দিকে তাকালাম ! সিএনজিটা থামলো ঠিক মেয়েটার সামনে ! মেয়েটা মাথা নিচু করে কি যেন বলল তার একটু পরেই ব্যাগ নিয়ে উঠে পড়লো সিএনজির ভিতরে ! সিএনজিটা যখন আবারও আমার পাশ দিয়ে চলে গেল ঠিক তখনই আমি আর একটা খটকা ধরতে পেলাম ! আরে এটাতো সিএনজি না ! বেবিট্যাক্সি ! আগে ঢাকায় এই জাতীয় টুস্টোক হুইলার ইঞ্জিন চলতো ! কিন্তু সেই অনেক দিন আগের কথা ! আমি যতদুর জানি বিএনপি সরকার এইটা ব্যান করে দিয়েছে ! তাহলে ? কি ব্যপার ? আজকে কি হচ্ছে !! সব কিছু এমন উল্টাপাল্টা ! মিন্টু রোডের পাশে দিয়ে রমনা পার্কের দিকে যে রাস্তা টা চলে গেছে বেবিট্যাক্সিটা সেই রাস্তায় চলে গেল ! আস্তে আস্তে চোখের আড়ান চলে গেল ! আমি আবার হাটা দিলাম ।

গত কয়েক মিনিট ধরে যা হল তা নিয়ে একটু চিন্তা করতে লাগলাম ! আমার মব বলছে কিছু একটা ঠিক হচ্ছে না এখানে ! কিছু একটা সমস্যা তো আছেই ! কয়েক কদম এগিয়েছি ঠিক তখনই একটা আওয়াজ শুনতে পেলাম ! মনে হল যেন কোথাও কোন দূর্ঘটনা ঘটেছে ! যেন কোন গাড়ি কোন কিছুর সাথে ধাক্কা খেয়েছে ! যদিও আমি দেখতে পাইনি যে কি হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যে মেয়েটাকে বহন করা বেবিট্যাক্সিটাই দূর্ঘটনার স্বীকার হয়েছে ! আমি খানিকটা এগিয়ে গেলাম ! কিন্তু এখানে একটু অন্ধকারের মত ! মন বলতে দরকার নাই এতো উপকারী হওয়া ! কিন্তু নিজের কৌতুহল কে কিছুতেই দমিয়া রাখতে পারলাম না ! আমি একটু এগিয়েছি এমন সময় দেখি সেই মেয়েটা কেমন দৌড়ে আসছে ! আমার দিকে না এসে দৌড়ে মিন্টু রোডের দিকে চলে গেল ! আমি কিছু বুঝে ওঠার আগেই দেখি মেয়েটির পেছন পেছন একটা ছেলে দৌড়ে আসছে ! আস সব থেকে ভয়ের ব্যাপর হল ছেলেটার হাতে ইয়া বড় একটা রামদা টাইপের কিছু ! মেয়েটি দৌড়াচ্ছে ঠিক ছেলেটা দৌড়াচ্ছে তার পিছন পিছন ! আমি এই অন্ধকারের ভিতরেও ছেলেটার চেহারা একটু দেখতে পেয়েছিলাম । সেখানে ছিল একটা খুনে নেশা ! যে কোন ভাবেই যেন ছেলেটা মেয়েটাকে মারতে চায় ! আমি কিছু না ভেবেই ছেলেটার পিছনে দৌড়াতে শুরু করলাম ! আমার কেবল মনে হল যে কোন মূল্যেই মেয়েটিকে বাঁচাতে হবে ! কিন্তু একটু দুর যেতেই কিসে যেন হোচট খেয়ে পড়ে গেলাম ! আর একটু হলেই পাকা রাস্তার উপর মুখ থুবড়ে পরতাম কোন ভাবে নিজের মুখটা বাঁচালাম ! কিন্তু আমি যতক্ষনে উঠেছি ততক্ষনে ছেলেটি আর মেয়েটি অনেক দুরে চলে গেছে ! প্রায় আমার চোখের আড়ালে ! আমি আবারও দৌড়াতে লাগলাম ! যখন মেয়েটি দৃষ্টি গোচর হল তখন দেখি মেয়েটা রাস্তার উপর শুয়ে আছে ! আর একটু কাছে গিয়ে দেখি মেয়েটি আসলে রাস্তার উপর শুনে নাই ! মেয়েটি পরে আছে রাস্তার উপর ! মৃত ! মেয়েটির গলা বরাবর ছুড়িটা চালনো হয়েছে ! প্রায় আলাদা হয়ে গেছে ধর থেকে ! আম চোখ ফিরয়ে নিলাম ! এই দৃশ্য আমার পক্ষে দেখা সম্ভব না ! আমি উল্টা দিকে ঘুরে দৌড় দিলাম ! এখানে আর থাকা যাবে না ! কেউ দেখে ফেললে আমি বিরাট ঝামেলায় পড়ে যাবো ! একটু দুরেই ডিবি অফিস ! আমাকে আর আস্ত রাখবে না ! হয়তো চলবে ....।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।