নিরাময় ঘরে ঘন্টা বাজে। ফটকে দাঁড়িয়ে থাকে অসুস্থ্য জনতা।
কে শোনে কার ডাক। কে শোনে ঘন্টাধ্বনি। শুধু ঘন্টা বেজে চলে।
ঘন্টা বেজে চলে অবিরাম। `নিরাময় ঘরের ঘন্টা!
দৈবাৎ, খেয়ালবশে আসে যদি অসুস্থ্য রোগীরা!
ক্রণিক রোগের তাপে ওরা খুব জড়বৎ-আপাত নিউরণহীন
পথ হাঁটে রোবটের মতো টলমল পায়ে ঘুমে-জাগরণে।
তারা খুব সুস্থ্তায় বায়ুসেবনের ঝর্নাজলে মেশে
শুশ্রুষার স্বাদ চেখে তোলে। চেখে তুলে জাদুর মাহাত্ম্য
আরব্যরজনী। হারুন-আল-রশীদের জোব্বা, জাদুর হরিণী।
সোলায়মানবশিত জীন,বেকারার সহস্র রজনী।
নিরাময় ঘরে ঘন্টা বাজে। কানে তুলো-বানানো বধির।
ফটকে অন্ধও আছে- অস্থির, অধির। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।